কবিতা সময় অপেক্ষা করে নাকলমে রিপন শিকদারএকুশ সাত দুই হাজার তেইশ
সময় কারো জন্য অপেক্ষা করে নাসময় একবার চলে গেলে আর ফিরে আসে নাজীবন ফুরিয়ে যাচ্ছে তালে তালেসবারই ভুলের মাশুল দিতে হবে।
একদিন তোমার আমারটে…
কবিতা সময় অপেক্ষা করে না
কলমে রিপন শিকদার
একুশ সাত দুই হাজার তেইশ
সময় কারো জন্য অপেক্ষা করে না
সময় একবার চলে গেলে আর ফিরে আসে না
জীবন ফুরিয়ে যাচ্ছে তালে তালে
সবারই ভুলের মাশুল দিতে হবে।
একদিন তোমার আমার
টের পাইনা সময় শেষ হয়ে যাচ্ছে
বারবার মৃত্যু হয়
বুঝিনা আমি আর তুমি।
একদিন ঠিকই আসবে
আর জাগবে না তুমি
লাশের গন্ধ ঠিকই পাই
মনপুরার গন্ধ পাইনা।
মনপুরে হয়ে যায় কয়লা
দেখতে আমরা কেউ পাই না
তারপরও অপেক্ষায় থাকি
যদি সে আসে।
জীবন ঠিকই থাকে
জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে
ভালোবাসা পাওয়ার জন্য
আশায় বেঁচে আছি।
মানুষগুলি চিনা যায় না
দুই দিনের দুনিয়ায় কত ঢং
তারপরও আশা ছাড়ি না
সম্পত্তি পাহাড় সমান।
সময় তোমার শেষ হয়ে যাচ্ছে
কাজ করেছো তুমি
হিসাব তোমায় দিতে হবে
তখন কেউ থাকবে না।