Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কবি তোমার তুলনা তুমি,কলমে, মিঠু ভট্টাচাৰ্য

🙏 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 🙏

শিরোনাম,, কবি তোমার তুলনা তুমি 🙏কলমে, মিঠু ভট্টাচাৰ্য🌹🌹🌹🌹🌹🌹🌹শিশু ভোলানাথের রূপে তুমি বাজাও শৈশব সংগীত।হৃদয়ে রবি তুমি যে মোদের গাও হে মৃত্যুঞ্জয়ী গীত।।সোনার তরী লেখনে কবির মানসী যে পলাতকা।…

 🙏 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 🙏



শিরোনাম,, কবি তোমার তুলনা তুমি 🙏

কলমে, মিঠু ভট্টাচাৰ্য

🌹🌹🌹🌹🌹🌹🌹

শিশু ভোলানাথের রূপে তুমি বাজাও শৈশব সংগীত।

হৃদয়ে রবি তুমি যে মোদের গাও হে মৃত্যুঞ্জয়ী গীত।।

সোনার তরী লেখনে কবির মানসী যে পলাতকা।

কবি কাহিনীর চিত্রা যেন সে ওই বনফুল যে বলাকা।।

কড়ি ও কোমলে নদীটি বয় যে শেষ সপ্তকের পথটি ধরে।

চৈতালি রাতে ক্ষনিকার তরে পূজার নৈবেদ্য ঘরে।।

রোগ সজ্যায় থেকেও তুমি গীতাঞ্জলির মায়া।

জন্মদিনে প্রণাম তোমায় শেষ লেখনীর হিয়া।।

🌹🌹🌹🌹🌹🌹

কোপাই খোয়াই পার টি ধরে ভুবনডাঙার মাঠ।

রাঙামাটির পথের পাশে সোনাঝুরির হাট।।

শান্তিনিকেতনের ধুলায় ধুলায় কবি তোমার বাস।

তোমার জন্য বাঙালি আকুল দীর্ঘ বরসমাস।।

নোবেল জয়ের থেকেও তুমি অনেকখানি বড়।

নাইটহুড ত্যাগ করলে তুমি, মনটা এমনি দড়।।

🌹🌹🌹🌹🌹🌹

কাদম্বরী বৌঠানের ছোট্ট দেওর রবি।

বিশ্ব জুড়ে শ্রেষ্ঠ তিনি, এমনি যে তাঁর ছবি।।

নারীজাতি কে দিয়ে সম্মান বলেছো পার্শ্ব এ রাখো।

সংকটে সম্পদে ব্রতী করো এমন ভাবে ভাবো।।

পরাধীন ভারতে জন্মেও তুমি কত মহান নারীবাদী।

বিনোদিনী চন্দরা নন্দিনী বিমলা লাবণ্য প্রতিবাদী।।

🌹🌹🌹🌹🌹🌹🌹

কাব্য নাট্য নৃত্য গীত সাহিত্য শিল্পের সম্ভার।

মা সরস্বতীর বরপুত্র তুমি হৃদয়ে সমাহার।।

মুক্ত মনা ঋষি পুরুষ ইতি বাচক ভাষী।

গীতবিতানের দিব্যি তোমায় বড়ই ভালোবাসি, 🙏

কবি বড়ই ভালোবাসি 🙏

গুরুদেব বড়ই ভালোবাসি।।

🙏🙏🙏🙏🙏🙏🙏