নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......মেদিনীপুরের অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর-এর সহযোগিতায় ক্যান্সার রোগীদের সাহায্যের জন্য অনুষ্ঠিত হলো মাথার চুল দান কর্মসূচি। রবিবার লায়ন্স ক্লাবের …
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......
মেদিনীপুরের অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ মেদিনীপুর-এর সহযোগিতায় ক্যান্সার রোগীদের সাহায্যের জন্য অনুষ্ঠিত হলো মাথার চুল দান কর্মসূচি। রবিবার লায়ন্স ক্লাবের সভাকক্ষে অপাজেয়র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির সূচনা হয় সংগঠনের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শিক্ষক চিত্ততোষ পৈড়া। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজকর্মী তথা সুবর্ণ রৈখিক পরিবারের অন্যতম পরিচালক বিশ্বজিৎ পাল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মঙ্গলপ্রসাদ মল্লিক, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চিত্রশিল্পী শিক্ষক নরসিংহ দাস, সমাজকর্মী শিক্ষক স্নেহাশিস চৌধুরী, সঙ্গীতশিল্পী শিক্ষক দীপেশ দে, সমাজকর্মী শিক্ষিকা দীপান্বিতা ঘোষ, সমাজসেবী শিক্ষিকা শুভ্রা সেনগুপ্ত, সমাজকর্মী দীপক চৌধুরী , সমাজকর্মী উত্তম কুইলা,মনোজ পট্টনায়েক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উল্লেখ্য সংগঠনের পতাকার রূপদান করেন চিত্রশিল্পী নরসিংহ দাস। অপরাজেয়র পক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মানস কুমার বেরা।এই চুল প্রদান কর্মসূচীতে প্রধান ভূমিকা নেন সংগঠনের সদস্যা শ্রাবন্তী মিশ্রা। সমাজের বিভিন্ন অংশের ৫২ জন মহিলা চুলদান কর্মসূচিতে অংশ নেন।সর্বকনিষ্ঠা হিসেবে চুলদান করেন অষ্টম শ্রেণীর ছাত্রী শুভশ্রী সেনগুপ্ত।
নৃত্য,সঙ্গীত,আবৃত্তি ও উপস্থিত বিশিষ্ট জনদের বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচিটি প্রাণচঞ্চল হয়ে ওঠে। অনুষ্ঠানে অপরাজেয়"র থিম সং গেয়ে শোনান শিক্ষক দীপেশ দে।চুলদান কর্মসূচিতে অংশগ্রহণকারী মহিলাদের অপরাজেয়'র পক্ষ থেকে কুর্নিশ জানানো হয়েছে। সংগঠনের সম্পাদক সুশান্ত জানা বলেন" মানুষের পাশে থেকে সেবা দানের মধ্য দিয়েই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে চলছে,আগামী দিনেও একই ভাবে চলতে থাকবে।"