Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সুবর্ণ রৈখিক পরিবারের উদ্যোগে অভিনব ভাবে রাখী বন্ধন উৎসব পালন

নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম..... সুবর্ণ রৈখিক অববাহিকার বিভিন্ন এলাকা সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সুবর্ণ রৈখিক ফেসবুক পরিবার"আমারকার ভাষা,আমারকার গর্ব"-এর উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো রাখী বন্ধন উৎসব। সুব…

 


নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম..... সুবর্ণ রৈখিক অববাহিকার বিভিন্ন এলাকা সহ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সুবর্ণ রৈখিক ফেসবুক পরিবার"আমারকার ভাষা,আমারকার গর্ব"-এর উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হলো রাখী বন্ধন উৎসব। সুবর্ণরৈখিক পরিবারের  গোপীবল্লভপুর শাখার উদ্যোগে অভিনব কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে পালিত হলো রাখী বন্ধন উৎসব। এদিন সকালে সংগঠনের সদস্য অশ্বিনী দাসের নেতৃত্বে গোপীবল্লভপুর-১ ব্লকের  জনজাতির অধ্যুষিত গ্রাম  পাথর চাকড়ির শিশু কিশোরদের হাতে রাখী পরিয়ে দিয়ে এবং মিষ্টি খাইয়ে রাখী বন্ধন উৎসব তথা "গমহা পুণেই" উৎসবের সূচনা হয়।

এরপর এদিন গোপীবল্লভপুর বাজারে রাখীবন্ধন উৎসবের পাশাপাশি নদী সহ পরিবেশ রক্ষার বার্তা দিতে গোপীবল্লভপুরে সুবর্ণরেখা নদীতে ছোটে-বড়ো মাছ ছাড়ার হয় "মিন মঙ্গল" উৎসবের মধ্য দিয়ে।

গোপীবল্লভপুর শাখার সম্পাদক, অনিমেষ সিংহ বলেন,"নদী একটি সভ্যতাকে তার সর্বস্ব উজাড় করে দেয়। কৃষি থেকে মৎস, সুখে বা শোকে এবং নানান উৎসব অনুষ্ঠানে নদী আমাদের একমাত্র ভরসা।


তাই সুবর্ণরৈখিক পরিবারের পক্ষ থেকে আজ রাখীবন্ধন তথা গমহাপুনেই উপলক্ষে, নদীকে সামান্য উপহার দেওয়া হলো এই মিনমঙ্গল উৎসবের মধ্য দিয়ে।" কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাখার সভাপতি তন্ময় বক্সি, শান্তিদেব দে, শুভাশীষ নায়েক, দীপক কুমার বাড়ী, রঞ্জিত দাস, রাজীব পট্টনায়ক, অভিজিৎ পৈড়া, নরসিংহ পৈড়া, অজিত কুমার সুঁই, অশ্বিনী দাস, মাম্পি দাস, বর্ণালী সুঁই সহ ভামাল টিমের সদস্যরা। এদিন সুবর্ণ রৈখিক পরিবারের মহাপাল শাখার উদ্যোগে পথচলতি জনগণের হাতে রাখী বন্ধনের পাশাপাশি নদীবক্ষে ভেলা ভাসিয়ে এবং গাছে রাখী বেঁধে রাখী বন্ধন উৎসব পালিত হয় । উপস্থিত ছিলেন কিশোর কুমার রক্ষিত,সৌকত আলি সা,সমীর রাউত,সাজেদ আলি সহ অন্যান্যরা।

সংগঠনের ঝাড়গ্রামে শাখার সদস্য-সদস্যাগণ দুবরাজপুর মোড়ে পথচলতি মানুষকে রাখী বেঁধে ও গাছে রাখী বেঁধে এবং গান-বাজনার মধ্য দিয়ে রাখী বন্ধন উৎসব পালন করেন। উপস্থিত ছিলেন শাশ্বতী খুঁটিয়া, আনন্দ বিশুই,স্বর্ণ শতপথী,পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। দিল্লি সহ দেশের অন্যান্য এলাকাতেও সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে রাখী বন্ধন উৎসব।

সর্বত্র রাখী বন্ধন উৎসব সাফল্যের সাথে অনুষ্ঠিত হওয়ার গ্রুপের পরিচালক মন্ডলীর পক্ষে বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া,মুরলীধর বাগ সহ অন্যান্যরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।