নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... ক্যান্সার আক্রান্ত ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে,তরুণ সমাজকর্মী শিক্ষক শোভন দাসের জন্মদিন উপলক্ষ্যে শালবনী ব্লকের কুতুরিয়া ক্রীড়া ও সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে এবং জঙ্গলমহল উত্…
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... ক্যান্সার আক্রান্ত ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে,তরুণ সমাজকর্মী শিক্ষক শোভন দাসের জন্মদিন উপলক্ষ্যে শালবনী ব্লকের কুতুরিয়া ক্রীড়া ও সংস্কৃতি সেবা সমিতির উদ্যোগে এবং জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের পরিচালনায় বৃহস্পতিবার কুতুরিয়া সেবা সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে সবাইকে জানান জঙ্গলমহল উত্তরণ ঐক্য মঞ্চের কর্ণাধার জগন্নাথ পাত্র,সমাজকর্মী শোভন দাস সহ অন্যান্যরা। এদিনের শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন।
রক্তসংগ্রহ করেন গোপীবল্লভপুর ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,দুই চিকিৎসক ডাঃ
রঞ্জিত মাইতি ও তপন কুমার দাস ,কুতুরিয়া জূনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাংশু দে, সমাজকর্মী শিক্ষক
সুদীপ কুমার খাঁড়া , সমাজসেবী সুশান্ত পরিয়াল, সমাজসেবী শিক্ষিকা শতাব্দী বিশই, সমাজসেবী রূপম মুখার্জী,প্রাক্তন সেনাকর্মী সমিত দাস
ও সেনাকর্মী বাপি দাস, সমাজকর্মী চন্দন সিং , সোমনাথ মাহাত, বিশ্বজিৎ দত্ত রিন্টু দাস,অনিমেষ ঘোষ সহ অন্যান্যরা।
শিবিরে উপস্থিত সকলে রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি শোভন দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এদিনের শিবিরে উল্লেখ্যযোগ্য রক্তদান ছিল ফেরিওয়ালা মফিজুল শেখের রক্তদান।
তিনি রুটি রুজির তাগিতে ফেরী করতে এসেছিলেন কুতুরিয়ায়, রক্তদান শিবির হচ্ছে দেখে তিনি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে রক্ত দান করেন। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জগন্নাথ পাত্র।