Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম ঃ কর্ম আর ভাগ্যকলমে ঃ শাশ্বতী  রায়০৪/০৮/২৩কর্ম আর ভাগ্য একসাথে  গাঁথা      নয়নের অংশ যেমন নয়নের পাতা। বহু বহু জনমের পর মনুষ্য  জনম      আগের জনমের কর্মে এজন্ম। 
এজন্মের কর্মানুযায়ী পরের জন্ম রে      তাই…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম ঃ কর্ম আর ভাগ্য

কলমে ঃ শাশ্বতী  রায়

০৪/০৮/২৩

কর্ম আর ভাগ্য একসাথে  গাঁথা 

     নয়নের অংশ যেমন নয়নের পাতা। 

বহু বহু জনমের পর মনুষ্য  জনম 

     আগের জনমের কর্মে এজন্ম। 


এজন্মের কর্মানুযায়ী পরের জন্ম রে

      তাই আমরা পথ চলছি পূর্ব জন্মানুসারে। 

নিয়তি ভাগ্যকে নিয়ন্ত্রণ করে কর্মানুসারে 

       ভাগ্যই এ জনমের  কর্মপন্থাকে প্রসস্থ করে।

যেমন কর্ম তেমন  ফল প্রবাদে আছে 

  কর্ম নিয়ে ভাগ্য পিছনে  পিছনে  নাচে। 


সেই অনুসারে গর্ভ দেয় বেছে 

       কাহাকে ধনীর গর্ভ, কাহাকে গরীবের গর্ভে রচে।

গ্রহ দ্বারা পরিচালিত  মানবের প্রতিটি ক্ষণ   

       রবি  দেয় যশ, ক্ষ্যাতি,মান , চন্দ্র সামলে রাখে মন।

শুক্র দেয় প্রেম ভালো বাসা, পুরে মনের আশা 

     মঙ্গল দেয় বৈবাহিক সুখ শান্তি সাহস শক্তি, সুন্দর ভাষা, জায়গা  জমি, ঠিক রাখে রক্তের উচ্চ নিম্ন ধারা।  

 

     বুধ নার্ভের কাজ, বুদ্ধি ও ছাত্র জীবন চালায়

বৃহস্পতি জ্ঞানী মানি করে  ধর্মে মতি রাখে 

      রাহু হঠাৎ কিছু পাইয়ে দেয়, নতুবা ধ্বংস করে 

পৃথিবীতে বিরাট কিছু হতে হলে রাহুর অবদান।

   কেতু হঠাৎ গুপ্ত কিছু দেয় পাইয়ে, 

 উচ্চ স্থান হতে পতন, রোগ রাখে গোপন । 


শনি দণ্ডদাতা ভালোমন্দ কর্ম পোড়ায় অবিরত

    গবেষণায় সাহায্য করে এবং নিঁখুত করে। 

পূর্ব কর্মানুসারে মাতৃ জঠরেই ভাগ্য বিধাতা গ্রহাবস্থান

    ঠিক করে দেন, এই নিয়ে বর্তমান জীবন।

গ্রহ ফল সব ধর্মে নির্দেশ করে সমান,নেই ব্যতিক্রম।