সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম :---ভালোবাসার বেড়াজালেকলমে :---বামাপদ মণ্ডলতারিখ :---০২/০৮/২০২৩
এসো এসো প্রিয় মোর ঘরে এসো একবার দাও হে দর্শন,তোমার ধ্যানে রহেছি বসে মম চঞ্চল অবুঝ মন।
লুকিলে কোথায় নয়নের আড়ালে?বারিধারা বহে মোর আঁখ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম :---ভালোবাসার বেড়াজালে
কলমে :---বামাপদ মণ্ডল
তারিখ :---০২/০৮/২০২৩
এসো এসো প্রিয় মোর ঘরে
এসো একবার দাও হে দর্শন,
তোমার ধ্যানে রহেছি বসে
মম চঞ্চল অবুঝ মন।
লুকিলে কোথায় নয়নের আড়ালে?
বারিধারা বহে মোর আঁখিতলে,
আমার হৃদয় কাঁদে তোমার
লাগিয়া জুড়াও ব্যথিত প্রাণ।
আঁধার আকাশে বাঁকা চাঁদের হাসি
অম্বরে উদিল তারা রাশি রাশি,
হৃদকমলে উদয় হও আসি প্রেমের
বৃষ্টিতে ভিজে করি স্নান।
জোনাকি জানে তার ক্ষীণ জ্যোতি,
সে আলোকে উজ্জ্বল হবে না রাতি,
তবু আলোর লাগিয়া তমসায়
দাঁড়ায়ে রাখে জোছনা মান।
ঝরা পাতা কাঁদে পড়িয়া ভূতলে
অন্তর ভরিল শুধু চোখের জলে,
অকালে শুকায় মম রূপে রসে
ভরা হৃদ গোলাপ কানন।
ডুবে বেদনার চোরাবালির তলে
নেবে কি তুলে স্নেহের আঁচলে?
দুঃখের ব্যথায় জীবন গাঁথা
যার কাঁদে সে বিরহে অকারণ।
যা দিয়েছ সবই রেখেছি তুলে,
অভিমানের আগুন নিয়ে হিয়াতলে,
তোমার প্রেমরেণু ভাসে মনে
গগনে রাখো ভালোবাসার মান ।