Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতার নাম-আবেগী মনকবির নাম-আশীষ খীসাতারিখ-০৪।০৮।২০২৩
আবেগী মন ছুটিয়া চলে    চঞ্চলতায় সারা দুনিয়া,দেখিতে চায় চক্ষু মেলিয়া    স্বাধীনভাবে হৃদয় ভরিয়া।
ছুটিয়া চলে দিগ্বিদিক সদা    নেই মোটেও বিশ্রাম,চঞ্চল ও দুরন্তপনা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতার নাম-আবেগী মন

কবির নাম-আশীষ খীসা

তারিখ-০৪।০৮।২০২৩


আবেগী মন ছুটিয়া চলে

    চঞ্চলতায় সারা দুনিয়া,

দেখিতে চায় চক্ষু মেলিয়া

    স্বাধীনভাবে হৃদয় ভরিয়া।


ছুটিয়া চলে দিগ্বিদিক সদা

    নেই মোটেও বিশ্রাম,

চঞ্চল ও দুরন্তপনায় মত্ত থাকে

    নেই একটুও বিরাম।


দেখিতে চায় কোথায় কি আছে

     কেমন তাহার বৈশিষ্ট্য,

জানিতে চায় তাহার ইতিবৃত্ত

     সকল উপাদান ও ঐতিহ্য।


কত সুন্দর তাহার বাহ্যিক রূপ

      কত সুন্দর তাহার অভ্যন্তর,

পর্যবেক্ষণ করিবার তরে

      জ্বলে শুধু গহীন অন্তর।


অনুসন্ধিৎসু মনে ঘুরিয়া বেড়ায়

      সারা পৃথিবী ব্যাপিয়া,

স্বচোক্ষে হাতে-কলমে শিখিতে চায়

      প্রতি ক্ষণে আজীবন ধরিয়া।


দুর্বার গতিতে ছুটিয়া চলে

     মহাশূন্য নীল আকাশে,

হেলিয়া দুলিয়া বহিয়া চলে

     মেঘের সাথে প্রবাহিত বাতাসে।