Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশনের উদ্যোগে মৌপাল স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান

.
নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর..... সম্প্রতি অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বিদ্যাপীঠের "উলগুলান" ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের খেলোয়াড়দের জন্য খেলার সামগ্রী হিসেবে ফুটবল, বুট, লাফদড়ি, স…

.


নিজস্ব সংবাদদাতা মেদিনীপুর..... সম্প্রতি অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের বিদ্যাপীঠের "উলগুলান" ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের খেলোয়াড়দের জন্য খেলার সামগ্রী হিসেবে ফুটবল, বুট, লাফদড়ি, সিন্ গার্ড এবং অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হল মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের কর্তৃপক্ষের হাতে।

জঙ্গলমহলের অনগ্রসর সম্প্রদায়ের ফুটবল দলের বালক-বালিকারা এতে লাভবান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড. প্রসূনকুমার পড়িয়া, সহশিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষাকর্মী সহ ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা । অল ইন্ডিয়া উড়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান কমলিকা দাস মাইতি, প্রেসিডেন্ট নারায়ণ জানা, কোষাধ্যক্ষ পিউ আদক, সদস্য সম্বরণ বেরা, মধুবন্তী পাত্র ও মৌমিতা রায়চৌধুরী প্রমূখ।

বিদ্যাপীঠের পক্ষে প্রধান শিক্ষক ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং পরবর্তীতে শিক্ষার্থীরা ক্রীড়া ক্ষেত্রে সফল হওয়ার জন্য যথাযথ উদ্যোগ নেবেন, এই আশ্বাস দেন।