সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম-বিভীষিকাকলমে.আবীর চ্যাটার্জী03.08.2023.
কিছু শব্দ দিতে পারোআমি একটা কবিতা লিখবকিছু ছন্দ দিতে পারোআমি একটা গান লিখব.
না না না এমনি এমনি নয়তুমি যদি আমায় কিছু শব্দ দাওতার বিনিময়ে আমি তোমাকে দেবোঅনেক অনেক …
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম-বিভীষিকা
কলমে.আবীর চ্যাটার্জী
03.08.2023.
কিছু শব্দ দিতে পারো
আমি একটা কবিতা লিখব
কিছু ছন্দ দিতে পারো
আমি একটা গান লিখব.
না না না এমনি এমনি নয়
তুমি যদি আমায় কিছু শব্দ দাও
তার বিনিময়ে আমি তোমাকে দেবো
অনেক অনেক ভালোবাসা.
তুমি যদি আমায় কিছু ছন্দ দাও
তার বিনিময়ে আমি তোমাকে দেব
মুঠো ভরা বিশ্বাস
আর স্বপ্ন দেখবার দুটো চোখ.
ভাষাগুলো আজ সব হারিয়ে ফেলেছি
চারিদিকে শুধু হাহাকার
মানুষের মধ্যে মিথ্যাচার
বিবেক হয়েছে আজ ধ্বংস.
অসন্মানের বেড়াজালে
সবাইকে জড়িয়ে ধরছে
চারিদিকে ধ্বংস আর লোলুপ দৃষ্টি
মুখের থেকে পড়ছে ফোঁটা ফোঁটা জল.
রান্না করা মাংস খেতে খেতে মুখে অরুচি
বাঘ যেমন মানুষের রক্তের স্বাদ পেলে
আরো হিংস্র হয়ে ওঠে
এরাও এখন চায় শুধু কাঁচা মাংস.