সৃষ্টি সাহিত্য যাপন********************* কতটা নীচে... """"""""""""""""""" ধ্রুবজ্যোতি ঘোষ
১৪ শ্রাবণ, ১৪৩০ …
সৃষ্টি সাহিত্য যাপন
*********************
কতটা নীচে...
"""""""""""""""""""
ধ্রুবজ্যোতি ঘোষ
১৪ শ্রাবণ, ১৪৩০
৩১.৭.২০২৩
*********************
কতটা নীচে নামলে
অত উঁচুতে ওঠা যায়?
কতটা না- মানুষ হলে
বড় মানুষ হওয়া যায়?
উত্তর ওড়ে হাওয়ায়
উত্তর হাওয়া ভয় পায়।
কতটা মিথ্যে বললে
সত্যি মিথ্যে হয়ে যায়?
কত মুখোশ পরলে মুখে
মুখ করোটি হয়ে যায়?
উত্তর ওড়ে হাওয়ায়
উত্তর হাওয়া ভয় পায়।
কতটা রক্ত ধুলো শুষে নিলে
শান্তি বজায় রাখা যায়?
কতশত ব্যালট চিবিয়ে খেলে
গণতন্ত্র মন্ত্রসিদ্ধ হয়?
উত্তর ওড়ে হাওয়ায়
উত্তর হাওয়া ভয় পায়।
(ঋণ স্বীকার:বব ডিলান)