🙏 রাধাষ্টমী 🙏❤❤❤❤❤যমুনায় ভাসমান উজ্জ্বল পদ্ম বিদ্যমান।বৃষভানু দেখেন সেথা পরমা সুন্দরী কন্যা বিদ্যমান।।🌹ভাদ্র মাস শুক্লাষ্টমী শ্রীরাধিকার জন্মতিথি।বৃন্দাবন মথুরা সংলগ্ন গ্রাম বারসানা প্রীতি।। 🌹মনিমাহেশ যাত্রা সেথা ধুমধামে হয় প…
🙏 রাধাষ্টমী 🙏
❤❤❤❤❤
যমুনায় ভাসমান উজ্জ্বল পদ্ম বিদ্যমান।
বৃষভানু দেখেন সেথা পরমা সুন্দরী কন্যা বিদ্যমান।।🌹
ভাদ্র মাস শুক্লাষ্টমী শ্রীরাধিকার জন্মতিথি।
বৃন্দাবন মথুরা সংলগ্ন গ্রাম বারসানা প্রীতি।। 🌹
মনিমাহেশ যাত্রা সেথা ধুমধামে হয় পালিত।
শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি আনন্দময়ী প্রতীত।। 🌹
পঞ্চামৃতে স্নান তথা নবসাজ ভোগ দান।
বৃন্দাবন মথুরা বারসানা ভারত পূজিতা বৃষভানু সন্তান।। 🙏
আদিশক্তি জগন্মাতা প্রেম প্রদায়িনী তিনি।
জীবনের জীবন, প্রেমের লহরী, বানছা কল্পতরু যিনি।। 🙏
মাধবের শিখি পাখায় রাধার নামটি লেখা।
সর্বযুগে শ্রেষ্ঠ যিনি অভিমানিনী নায়িকা।। ❤
ঘন মেঘে ঢাকা সুহাসিনী রাকা তুমি কী গো সেই মানিনী।( গান থেকে )
প্রভাতের আলো পাখির কুজনে যমুনার লহরী কামিনী।। 🌹
তপ্তকাঞ্চন গোরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী তিনি।
আয়ান ঘোষের সহ ধর্মিনী কৃষ্ণ প্রেমিকা মন মোহিনী। ❤❤
ফুলের গন্ধ, আকাশের মেঘ, বাতাসের সেই কোমলতা।
প্রকৃতি শক্তি শ্রীরাধিকা যিনি অতিন্দ্রীয় প্রেম পবিত্রতা।। ❤
শ্রীকৃষ্ণএর শক্তি যিনি দেহ দুই এক আত্মা।
প্রেম রস আস্বাদনে নারায়ণ নিলেন দুই সত্ত্বা। 🙏
লক্ষী রূপিণী শ্রী রাধিকা রানী শ্রীমতি বৃন্দা রাই।
বিভূতি নামেতে প্রসিদ্ধ তিনি হিন্দু শাস্ত্রে শ্রেষ্ঠ তাই।। 🌹🌹
কৃষ্ণের বাঁশি রাধার নামে রাধা সুরে গায় গান।
রাধিকার মৃত্যু খবরে কৃষ্ণ বাঁশিটি ভাঙিয়া দেন।। 😭
প্রতীকী শক্তি প্রেমেলীলায় চন্ডীদাসের পদাবলী।
ঐশ্বরিক শক্তি আধার তিনি গীতগোবিন্দ মানিনী।। 🙏
গহন কুসুম কুঞ্জ মাঝে রবি ঠাকুরের গান।
আজো সখী মুহু মুহু যমুনায় বাজে কলতান। ❤❤❤
গহন রয়নামে না যাও বালা কবির আর্ত কণ্ঠ।
সজনী সজনী রাধিকা কে দেখো চাহিয়া ভক্ত। 🙏🙏
হরিদাসী পরম্পরায় রাই সর্বোচ্চ দেবাদি দেবী।
একই অঙ্গে দুই রূপ ভগবান রাধা কৃষ্ণের এমন ছবি।। 🙏
শ্রীরাধিকার নাম সর্বাগ্রে নেয় যত ভক্তজন।
গীতা পাঠান্তেও জপিত হয় রাধে রাধে নমন।। 🙏
দ্বারকাধিশ গোপবালক যিনি যশোদানন্দন।
মর্ত্য কিন্তু অধিক পূজিত রাধা সহিত মানভঞ্জন।। ❤❤
রাসলীলা কদম্ব তলে যমুনা নদীর পার।
উত্তাল প্রেম পবিত্র লহরী এই জগৎ সংসার।। 🌹🌹🌹
কৃষ্ণ পরম তত্ত্ব, তার থেকেও অধিক রাধিকা রানী।
প্রণাম মাতে, শ্রেষ্ঠ প্রেমিকা নায়িকা পরম তত্ত্ব জ্ঞানী।
❤❤❤❤❤❤❤
বলো রাধে রাধে 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏