Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লোকসভা নির্বাচনের আগে শহীদ মাতঙ্গিনী ব্লকে উপ সমিতি গঠনের ক্ষেত্রে বেশিরভাগ অঞ্চলে জয়ী হয়ে বিজেপির কর্মী সমর্থকরা অক্সিজেন পেল

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে গ্রাম পঞ্চায়েত স্তরে উপ সমিতি গঠনের কর্মকাণ্ড। জেলার অন্যতম শহীদ মাতঙ্গিনী ব্লকে গণতন্ত্রপ্রেমী মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যদের দিকে রায় দিয়েছে‌ এবারের পঞ্চায়ে…


বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক

পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চলছে গ্রাম পঞ্চায়েত স্তরে উপ সমিতি গঠনের কর্মকাণ্ড। জেলার অন্যতম শহীদ মাতঙ্গিনী ব্লকে গণতন্ত্রপ্রেমী মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্যদের দিকে রায় দিয়েছে‌ এবারের পঞ্চায়েত নির্বাচনে। পঞ্চায়েত গঠন থেকে শুরু করে উপ সমিতি গঠন করার মধ্যবর্তী সময় শাসক দল বিভিন্নভাবে চেষ্টা করেছে তাদের অধীনে পঞ্চায়েত রাখার জন্য। কিন্তু শেষমেষ সোমবার দেখা গেল শহীদ মাতঙ্গিনী ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ছয়টি গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি দখল করল বিজেপি। খারুই ২, শান্তিপুর ২,বল্লুক ১, কাখদা, রঘুনাথপুর ১, এবং রঘুনাথপুর ২ অঞ্চলের উপ সমিতিতে বিজেপি তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। রঘুনাথপুর ১ ও রঘুনাথপুর ২ অঞ্চলের প্রধান রয়েছে তৃণমূলের কিন্তু উপসমিতি গঠনে বিজেপির জয় ধারা অব্যাহত রেখেছে। এই জয় আগামী লোকসভা নির্বাচনের আগে কর্মী সমর্থকদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে আশাবাদী শহীদ মাতঙ্গিনী ব্লকের জেলা পরিষদের জয়ী প্রার্থী বামদেব গুছাইতের। তিনি বলেন নানাভাবে চেষ্টা করা হয়েছিল উপ সমিতি গঠনে জয়ী বিজেপি প্রার্থীদের নানাভাবে প্রলোভন দেখিয়ে নিজেদের অধীনে নিয়ে আসার, কিন্তু বিজেপির জয়ী প্রার্থীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে শাসক দলের স্বপ্নকে ভেঙে খানখান করে দিয়েছে।