Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাত সকালে প্রবল বৃষ্টিতে রাজ্যের বৃহত্তম ফুল বাজারের পাশে দেউলিয়া খন্যাডিহি রাস্তায় হাঁটু সমান জল ফুল ব্যবসায়ীদের চরম অসুবিধা

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেউলিয়া খন্যাডিহি রাস্তা। ছ নম্বর জাতীয় সড়কের শাখা রোড হিসাবে এই রাস্তা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকার মানুষদের। সোমবা…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের গুরুত্বপূর্ণ দেউলিয়া খন্যাডিহি রাস্তা। ছ নম্বর জাতীয় সড়কের শাখা রোড হিসাবে এই রাস্তা অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এলাকার মানুষদের। সোমবার সাত সকালে প্রবল বৃষ্টিতে দূর দূরান্ত থেকে আসা ফুল চাষিদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হল। পূর্ত দফতরের অধীন এই রাস্তার পাশে নিকাশি ব্যবস্থার চরম অপব্যবস্থার ফলে এই সমস্যা বলে জানতে পারা যাচ্ছে। রাজ্যের মধ্যে দেউলিয়া ফুল বাজার ব্যবসার ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়। হাজার হাজার মানুষ এই ব্যবসার উপর নির্ভর করে জীবন জীবিকা করে। গভীর রাত থেকে জেলায় ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে ভোরের দিকে অতিমাত্রায় বৃষ্টিতে হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ার ব্যবসায়ীরা চরম সমস্যার মধ্যে পড়ে। বৃন্দাবনচক অঞ্চলের ফুল ব্যবসায়ী বৃন্দাবন জানা জানান এই সমস্যা এখনের নয় দীর্ঘদিনের। জাতীয় সড়ক থেকে এই রাস্তা অনেক নিচু এর কারণ তো আছেই, তার উপর নিকাশির কোনো সুব্যবস্থা নেই। দেউলিয়া খন্যাডিহি রাস্তা উন্নয়ন কমিটির অন্যতম নেতা নারায়ন নায়েকের বক্তব্য এ বিষয়ে আগেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, এই গুরুত্বপূর্ণ রাস্তার পাশে নিকাশি ব্যবস্থা জরুরি প্রয়োজন। কোলাঘাট ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে বক্তব্য রাস্তা নিচুর জন্য উঁচু করা হয়েছে, জল নিকাশির যে সমস্যা এই সমস্যা সমাধান করতে গেলে রাস্তার পাশে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সহযোগিতা প্রয়োজন। দেউলিয়া বাজারের ব্যবসায়ী সুকুমার অধিকারী জানান অতি ভারী বৃষ্টি হলেই সমস্যা জল দোকানের ভিতর প্রবেশ করছে ব্যবসার ক্ষতি হচ্ছে।