Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"স্বাস্থ্যের সাথে সাথে জীবন বাঁচাতে দরকার সাঁতার", ৬৯ তম আমন্ত্রণ মূলক পূর্ব মেদিনীপুর জেলার সন্তরণ প্রতিযোগিতা

"স্বাস্থ্যের সাথে সাথে জীবন বাঁচাতে দরকার সাঁতার", ৬৯ তম আমন্ত্রণ মূলক পূর্ব মেদিনীপুর জেলার সন্তরণ প্রতিযোগিতায় এসে এমনটাই জানালেন ভারতবর্ষের দ্রুততম প্রাক্তন সাঁতারু সঞ্জীব চক্রবর্তী।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে …


"স্বাস্থ্যের সাথে সাথে জীবন বাঁচাতে দরকার সাঁতার", ৬৯ তম আমন্ত্রণ মূলক পূর্ব মেদিনীপুর জেলার সন্তরণ প্রতিযোগিতায় এসে এমনটাই জানালেন ভারতবর্ষের দ্রুততম প্রাক্তন সাঁতারু সঞ্জীব চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে প্রতিষ্ঠিত হয়েছিল সুইমিং ক্লাব ১৯৫৪ সালে। তমলুক শহর এলাকা ছাড়াও পাশাপাশি এলাকা থেকে ছোট ছোট ছেলেমেয়েরা সাঁতার প্রশিক্ষণ নেয় এই সুইমিং ক্লাবে। প্রত্যেক বছরই জেলার আমন্ত্রণমূলক সন্তরণ প্রতিযোগিতা হয়ে থাকে।


শরীর গঠন, নীরোগ হতে গেলে প্রয়োজন সাঁতার। পড়াশোনার পাশাপাশি যেমন অন্য খেলাধূলা দরকার, তেমনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ইভেন্ট হলো সাঁতার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সুইমিং ক্লাবের ৬৯ তম আমন্ত্রণ মূলক পূর্ব মেদিনীপুর জেলার সন্তরণ প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। প্রায় ২০০ প্রতিযোগী সন্তরণ প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, কোলাঘাট, মহিষাদল, ভগবানপুর সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা রবিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সন্তরণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমন্ত্রণমূলক সন্তরণ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ভারতবর্ষের দ্রুততম প্রাক্তন সাঁতারু সঞ্জীব চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, তমলুক সুইমিং ক্লাবের সভাপতি সব্যসাচী ত্রিপাঠী সহ বিশিষ্ট জনেরা। সন্তরণ প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়ে ছিল অভিভাবক, অভিভাবিকা থেকে এলাকাবাসীরা।