বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদাপ্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানব প্রেমিক ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৪ তম জন্মদিবস পালন হল মেচেদা বিদ্যাসাগর অডিটোনিয়াম হলে শনিবার। অনুষ্ঠানে সভাপতি ত্ব করেন গনেন রায়। উপস্থিত ছিলেন প্র…
বাবলু বন্দ্যোপাধ্যায়। মেচেদা
প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে মানব প্রেমিক ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ২০৪ তম জন্মদিবস পালন হল মেচেদা বিদ্যাসাগর অডিটোনিয়াম হলে শনিবার। অনুষ্ঠানে সভাপতি ত্ব করেন গনেন রায়। উপস্থিত ছিলেন প্রযুক্তি বিদ নৃপেন্দ্রনাথ রায় ,মানব বেরা প্রমূখ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান থেকে ৩০ জন দুষ্ট মহিলার হাতে চাদর তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যাসাগর গ্রন্থাকার অনুরাগী সমিতির যুগ্ম সম্পাদক হেয়াতুল হোসেন। গ্রন্থাকারের পাঠক ও শুভানুধ্যায়ীদের দ্বারা স্পূরণ দেওয়াল পত্রিকার শরৎ বিদ্যাসাগর সংখ্যা প্রকাশিত হয়।