Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে শহরে কুইজ ব্যাংকে আয়োজিত সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজে চ্যাম্পিয়ান হলো তমলুকের হ্যামিল্টন হাইস্কুল

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:  বিগত বছরের অসামান্য সাফল্যকে পাথেয় করে এ বছরও "কুইজ ব্যংক" সংস্থার উদ্যোগে সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সভাগৃহ  বিদ্যাসাগর স্মৃতি মন্…


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:  বিগত বছরের অসামান্য সাফল্যকে পাথেয় করে এ বছরও "কুইজ ব্যংক" সংস্থার উদ্যোগে সারা বাংলা আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের ঐতিহ্যবাহী সভাগৃহ  বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। "বুদ্ধিরূপেণ"  শিরোনামে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার  মধ্য দিয়ে অজানাকে জানার এবং অচেনাকে চেনার  প্রয়াস নিয়েছে দাঁতনের মনোহরপুর কুইজ ব্যাংক ।স্কুল কুইজারদের উৎসাহিত করে এই প্রতিযোগিতার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.তপন কুমার দে,  যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: মনিকান্ত পড়িয়া, মেদিনীপুর কুইজ কেন্দ্রের সভাপতি বিশিষ্ট সমাজকর্মী রিংকু চক্রবর্তী,ঝাড়গ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা সঞ্চিতা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫ টি টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্য প্রথম স্থান দখল করে তমলুক হ্যামিলটন স্কুল। দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে দখল করে হাওড়ার নিউ আন্দুল হায়ার সেকেন্ডারী স্কুল এবং পূর্ব মেদিনীপুরের কেটিপিপি হাইস্কুল।এই তিনটি দল সহ ফাইনালিস্ট দশটি দলকে সুদৃশ্য ট্রফি,বই ও আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। সেমিফাইনাললিস্ট দল গুলিকে মেডেল ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।কুইজ ব্যাংকের সম্পাদক, কুইজ মাস্টার অনল চক্রবর্তী জানান "আগামীদিনে এই ধরনের অনুষ্ঠানকে বৃহত্তর পরিসরে আয়োজন করা এবং ছাত্র যুব সমাজের মধ্যে অনুসন্ধিৎসু স্পৃহা জাগানো এবং সামাজিক কাজে নিজেদের উৎসর্গীকৃত করাই আমাদের কুইজ ব্যাংকের প্রধান লক্ষ্য "। এদিনের কুইজে কুইজ ব্যাংকের কুইজ মাস্টারদের পাশাপাশি অতিথি কুইজ মাস্টার হিসেবে উপস্থিত ছিলেন সতীনাথ মাইতি, শীর্ষেন্দু ভট্টাচার্য, শুভদীপ মাজী,শান্তনু ভট্টাচার্য সহ অন্যান্যরা। কর্মসূচি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান কুইজ কেন্দ্রের সম্পাদক অনল চক্রবর্তী। তিনি বিশেষ ধন্যবাদ জানান কুইজ ব্যাংক পরিবারের তাঁর সহকর্মী অমিয় চক্রবর্তী, সৌমিত্র মিশ্র, সুমন কর, দেবলীনা জানা , গৌতম মাইতি, উত্তম দোলাইদের যাঁরা  অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তুলেছেন।