Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় দোকান ঘর। দোকানঘর ভাঙ্গা এবং এফআইআর করার কথা জানিয়েছেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল পাঁশকুড়া পৌরসভা। কিন্তু নিয়ম না মেনে সেই টাকায় ব্যবসা করতে দোকান ঘর বানিয়েছেন এক উপভোক্তা। শুধু তাই নয় স্থানীয় বাসিন্দা শেখ বাবু আলী নামে এক ব্যক্তি ১৩ নং ওয়ার্ডের র…



প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল পাঁশকুড়া পৌরসভা। কিন্তু নিয়ম না মেনে সেই টাকায় ব্যবসা করতে দোকান ঘর বানিয়েছেন এক উপভোক্তা। 

শুধু তাই নয় স্থানীয় বাসিন্দা শেখ বাবু আলী নামে এক ব্যক্তি ১৩ নং ওয়ার্ডের রানিহাটিতে এক পুকুর কেনেন। কিন্তু ক্ষমতার জোর খাটিয়ে সেই জায়গা ভরাট করে দোকান ঘর বানান অভিযুক্ত সেক সালাউদ্দিন। যার ফলে অভিযোগকারী শেখ বাবু আলী পৌরসভা থেকে শুরু করে জেলাশাসক দপ্তর পর্যন্ত লিখিত অভিযোগ করেন কিন্তু তাতে কোন সাড়া মেলেনি। 

পাঁশকুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রানিহাটির বাসিন্দা শেখ সালাউদ্দিন ২০১৮ - ১৯ অর্থবর্ষে আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছিলেন। বাড়ি তৈরীর জন্য মোট বরাদ্দ ছিল ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। বাড়ি তৈরীর বিভিন্ন ধাপে উপভোক্তাকে টাকা দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি শেষ হওয়ার পরে উপভোক্তাকে শেষ দফারও টাকা দেওয়া হয়। 

তবে সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার নজরে আসে যে, ওই ব্যক্তি বাড়ি তৈরির কাজ শুরু করলেও শেষ করেননি। বরং তা দিয়ে ওই ভরাট পুকুরের ওপর দোকান ঘর বানিয়েছেন তিনি। চারটি শাটার দেওয়া বাড়ির দেওয়ালে একটি বোর্ড লাগানো রয়েছে। 

তাতে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার 'সবার জন্য বাড়ি'। এই প্রকল্পে পাঁশকুড়া পৌরসভা তাকে তিন লক্ষ ৬৮ হাজার টাকা দেয়। এ বিষয়ে পাঁশকুড়া পৌরসভার সাথে যোগাযোগ করা হলে পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানান বিষয়টি খতিয়ে দেখছি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কটাক্ষ করে বিজেপি।