বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অন্যতম হলো দূর্গা পূজা। কলকাতার পাশাপাশি জেলায় শুরু হয়েছে দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পূজার পাশাপাশি শুভ জন্মাষ্টমীর দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুর এলাকায় দেখা গেল…
বাঙালি মানে বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে অন্যতম হলো দূর্গা পূজা। কলকাতার পাশাপাশি জেলায় শুরু হয়েছে দুর্গাপুজোর খুঁটি পুজো। খুঁটি পূজার পাশাপাশি শুভ জন্মাষ্টমীর দিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুর এলাকায় দেখা গেল মাটি পুজোর ভিড়। দীর্ঘদিনের রীতিনীতি মেনে জন্মাষ্টমীর দিন নদী থেকে মাটি তুলে দুর্গা প্রতিমার তৈরীর কাজ শুরু হয়। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের রূপনারায়ণ নদীর পাড়ে নারায়নপুর গঙ্গা মন্দিরের ঘাটে নদী থেকে মাটি তোলার জন্য তমলুক শহরের বিভিন্ন ক্লাব সংস্থা এমনকি আশেপাশের পঞ্চায়েত এলাকা থেকেও দুর্গো উৎসব কমিটি বা বাড়ির দুর্গা পুজোর জন্য এলাকাবাসীরা বাদ্যযন্ত্র সহকারে এসে জড়ো হয়। এরপর নদীতে নেমে ক্লাবের সদস্য বা পরিবারের লোকেরা কেউবা আবির মেখে কেউবা কাদা মেখে নদীর পাড়ে পুজো অর্চনা করে নদীর জলে স্নান করে মাটি তুলে যে যার গন্তব্যস্থলে নিয়ে যায়। জন্মাষ্টমীর দিন থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এর সূচনা হয়, আজ থেকেই ক্লাবের সদস্যরা ও পরিবারের লোকজনের বিভিন্ন পূজা সংক্রান্ত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আলোচনার পাশাপাশি একসঙ্গে খাওয়া দাওয়া ও আনন্দের মধ্যে দিয়ে শুরু হয়ে যাবে বাঙালির দুর্গোৎসব এমনটাই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা।