পূর্ব মেদিনীপুর জেলায় নতুন জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তনবীর আফজল। স্বাগত জানালেন বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজীপূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তনবীর আফজল। শনিবার দুপুরে …
পূর্ব মেদিনীপুর জেলায় নতুন জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তনবীর আফজল। স্বাগত জানালেন বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী
পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন তনবীর আফজল। শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে আসেন নূতন জেলাশাসক তানবীর আবজল। তাকে স্বাগত জানান বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মুরুকেশন, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ শ্বেতা আগারওয়াল, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব অনির্বাণ কোলে। বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী পুষ্পস্তবক দিয়ে নতুন জেলাশাসক কে সম্বর্ধনা জানান। পাশাপাশি অতিরিক্ত জেলাশাসকরা পুষ্প স্তবক দিয়ে নূতন জেলাশাসক তনবীর আফজলকে স্বাগত জানান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিদায়ী জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজীকে বারে বারে খোঁচা দিয়েছে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগে। এখন দেখার নতুন জেলাশাসক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় কিভাবে কাজ করেন।