বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকসারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক তানভীর আফজলের নিকট জেলার ফুলবাজার গুলির সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সাত দফা দাবির ভিত্তিতে ডে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার নতুন জেলা শাসক তানভীর আফজলের নিকট জেলার ফুলবাজার গুলির সামগ্রিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সাত দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি দিল। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ,সন্দীপ রায়, শুভাশিস মন্ডল প্রমুখ। দাবিগুলির মধ্যে অন্যতম ছিল বন্ধ থাকা পাঁশকুড়ার ফুলবাজারের হিমঘর চালু সহ বাজারের সামগ্রিক উন্নয়ন, অবিলম্বে দেউলিয়া সংলগ্ন পানশিলা ফুলবাজার চালু, কোলাঘাট ফুল বাজারে সেড সহ বাজারটিকে আধুনিক বাজার হিসেবে গড়ে তোলা ইত্যাদি। জেলাশাসক দাবিগুলোকে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। উল্লেখ করা যায় সারা রাজ্যের মধ্যে ফুল চাষের ক্ষেত্রে পূর্ব মেদনীপুর জেলা দ্বিতীয় স্থানে থাকলেও তথাকথিত উন্নয়নের পরেও জেলার কয়েক হাজার ফুল চাষিও ফুল ব্যবসায়ীরা নানা সমস্যার সম্মুখীন। পাঁশকুড়া ছাড়া দেউলিয়া কোলাঘাট সহ সব ফুল বাজার বসে খোলা আকাশের নিচে। নেই কোন সরকারি ফুল সংরক্ষণের ব্যবস্থা, উপজাত সামগ্রী তৈরীর কারখানা নেই। কেন্দ্রীয় সরকার ফুলের ক্ষেত্রে গুচ্ছ প্রকল্প পূর্ব মেদিনীপুর জেলাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে একটি উচ্চপর্যায়ের টিম জেলাতে পাঠালেও রাজ্য উদ্যান পালন দপ্তর এই জেলার নাম কেন্দ্রে সুপারিশ করে নি বলেও অভিযোগ।