ইচ্ছে মতকলমেঃ দীপঙ্কর বিশ্বাস 22 09 22
কবির একটা বাগান হোকমহানন্দার ধারে...সকাল হতে সেজে থাকুক মায়াবী ছলে!কোথাও আর যাবে না কবিতীরে বাঁধা হলে....তীরও থাকবে কবির মতোইঢেউ খেলাবে বুকে।অনেক গভীরের তল ছুঁয়েও কবি রবে স্থির!সেদিন কবি এ…
কলমেঃ দীপঙ্কর বিশ্বাস
22 09 22
কবির একটা বাগান হোক
মহানন্দার ধারে...
সকাল হতে সেজে থাকুক
মায়াবী ছলে!
কোথাও আর যাবে না কবি
তীরে বাঁধা হলে....
তীরও থাকবে কবির মতোই
ঢেউ খেলাবে বুকে।
অনেক গভীরের তল ছুঁয়েও
কবি রবে স্থির!
সেদিন কবি একলা হলেও
বাইরে অথৈ ভিড়!
কবির বাগানের তেমনি সাজ,
ঝুমকো ফুলের....
বেড়ার গতরে মেহেন্দির সবুজ;
কবির দেহের।
তবে কবি যত যাই কিছু হোক
নদী থাকলেই হলো...
কবির চলার একটি পথও থাক
তার পালাবার মতো!