সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম - চেনামুখের অচেনা ভিড়েকলমে - গৌতম তরফদারতারিখ__// ২৫.০৯.২০২৩
হাজারও চেনামুখের অচেনা ভিড়েপ্রকাশ্যে প্রশংসা, গোপনে গালমন্দ আমায় ঘিরে।বলো, কার কাছে দুঃখের কথা কই!
গালভরা মিথ্যে স্তুতিবাক্যের ঘা…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ - কবিতা
শিরোনাম - চেনামুখের অচেনা ভিড়ে
কলমে - গৌতম তরফদার
তারিখ__// ২৫.০৯.২০২৩
হাজারও চেনামুখের অচেনা ভিড়ে
প্রকাশ্যে প্রশংসা, গোপনে গালমন্দ আমায় ঘিরে।
বলো, কার কাছে দুঃখের কথা কই!
গালভরা মিথ্যে স্তুতিবাক্যের ঘামে
গায়েগতরে ফুস্কুড়ি, সাজানো-গুছানো বদনামে।
কেমন করে যে হুল-ফোটানো সই!
দু'গালে প্রতিশ্রুতির প্রলেপ মেখে
প্রয়োজনের প্রকৃত প্রকাশ সময়-সুযোগ দেখে,
এ যেন অপছন্দের শব্দ-ঠাসা বই।
সম্পর্কের অভিধানে রাগের রমরমা,
অভিযোগ-অভিমান মনে রাখে না দাড়ি-কমা।
ফাঁকতালে মনোমালিন্য মারে দৈ।
কথার আগুনে স্বাভিমানের জ্বলন,
জমাট ভালোবাসার অন্তরে-বাইরে পদস্খলন।
বিরহ-যন্ত্রণার ভার কেমনে লই!
অনেক কষ্টের মাঝে একটু সুখ,
মনোব্যথা সরায়, হৃদয় ভরায় তোমার হাসিমুখ।
ভুলো-মনের প্রেমিক আমি নই।
দুনিয়া ছাড়ার ডাক আসবে যখন,
নিশ্চিত আমি, আমার জন্য তুমি কাঁদবে তখন।
অনুশোচনার আগুনে ফুটবে খই।
কবিতার উদ্যানে ঘোরাঘুরি শান্ত মনে,
গল্প-উপন্যাসের খোঁজাখুঁজি বাস্তবের ন্যাড়া বনে,
আমি শুধু ভাবনার মাঝে রই।
___// বুদ্ধুরাম