সৃষ্টি সাহিত্য যাপন কবিতাঃ- কবিতার হয় জয় ✍ সঞ্জয় কুমার পাল তারিখঃ- ২৫/০৯/২০২৩ ইংরেজী। *******************************ভাবছিলাম আজ শরীর খারাপ কবিতাকে দেবো ছুটি, তাপে শরীর পুড়ছে তবুও শব্দরা, ধরছে চেপে টুঁটি।
প্রতিদিনই কা…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতাঃ- কবিতার হয় জয়
✍ সঞ্জয় কুমার পাল
তারিখঃ- ২৫/০৯/২০২৩ ইংরেজী।
*******************************
ভাবছিলাম আজ শরীর খারাপ
কবিতাকে দেবো ছুটি,
তাপে শরীর পুড়ছে তবুও
শব্দরা, ধরছে চেপে টুঁটি।
প্রতিদিনই কাব্য লিখি
ভরাই খাতার পাতা,
তাইবলে কি লিখতে পারি
মনে আসে যা তা?
লেখালেখির বদৌলতে
অনেকেই আমায় চিনে,
অনেকে পড়ে মন্তব্য করে
কতো যে রিপ্লাই দিতে হয় দিনে।
শব্দরা আমার চারদিকে বেশ
করছে ঘোরাঘুরি,
বলছে, পাঠকদের বিমুখ করোনা
শুরু করো তাড়াতাড়ি।
আমি বলছি হাত চলছেনা
মাথা ধরেছে বেশ,
কবিতা লিখতে বিষয় লাগে
আর, চিন্তারতো নেই শেষ ।
শব্দরা বললো শরীর ভালো নেই
একথা দাও লিখে,
তবুওতো লিখলে কিছু
রইলে লাইনে টিকে।
আমি বললাম কবিতা লিখি
লাইনে টিকে থাকতে নয়,
কবিতা লিখলে মেধা মনন দিয়ে
কবিতার হয় জয়।
**************