সৃষ্টি সাহিত্য যাপন আসন্ন শারদীয়া পূজা উপলক্ষে।কবিতা - *মায়ের আসার হ'ল সময়* কলমে--ডাঃ সুভাষ চন্দ্র সরকার। তারিখ -- ২১/০৯/২৪
*মায়ের আসার হ'ল সময়*
এলো আশ্বিন -----উমা মায়ের আসার হ'ল সময়;দিগন্ত বিস্তৃত মাঠে কাশ ফুল মাথা দো…
সৃষ্টি সাহিত্য যাপন
আসন্ন শারদীয়া পূজা উপলক্ষে।
কবিতা - *মায়ের আসার হ'ল সময়*
কলমে--ডাঃ সুভাষ চন্দ্র সরকার।
তারিখ -- ২১/০৯/২৪
*মায়ের আসার হ'ল সময়*
এলো আশ্বিন -----
উমা মায়ের আসার হ'ল সময়;
দিগন্ত বিস্তৃত মাঠে
কাশ ফুল মাথা দোলায়,
খবর নিয়ে এলো-----
উমা মায়ের আসার হ'ল সময়।
পল্লবিত সবুজ শাখায়; শিউলি উঁকি দেয়,
মহালয়ার প্রভাতে ঝরার অপেক্ষায়।
খবর নিয়ে এলো ------
উমা মায়ের আসার হ'ল সময়।
শাপলা- শালুক - পদ্ম; পাপড়ি
মেলে থাকে শান্ত দিঘির জলে,
ভ্রমর - ভ্রমরী গুন গুনিয়ে
খবর দিয়ে যায়,
উমা মায়ের আসার হ'ল সময়।
কেয়া-কামিনী দোলন চাঁপা
খুশিতে মিষ্টি সুবাস ছড়ায়,
খবর নিয়ে এলো -------
উমা মায়ের আসার হ'ল সময়।
ভোরের বেলা নীলকন্ঠ (পাখি)
খবর দিয়ে যায়,
কৈলাশ থেকে ফিরছি আমি
উমা মায়ের আসার হ'ল সময়।।
----------------------------------------