সৃষ্টি সাহিত্য যাপন... স্বপ্ন ও শূন্যতা.... কৌশিকী (২১/৯/২৩)
আমার ঘুমন্ত রাত চেতনায়কিছু স্বপ্ন রোজ হেঁটে আসেহেঁটে আসে অতীত কোনোআনন্দ রাজ্য থেকেকোনো নীল, সবুজ উপকথারপাতা পার হয়ে
আমার ভোরের ভৈরবী সে স্বপ্নের উষ্ণতাদিনের প্রথম…
সৃষ্টি সাহিত্য যাপন...
স্বপ্ন ও শূন্যতা....
কৌশিকী (২১/৯/২৩)
আমার ঘুমন্ত রাত চেতনায়
কিছু স্বপ্ন রোজ হেঁটে আসে
হেঁটে আসে অতীত কোনো
আনন্দ রাজ্য থেকে
কোনো নীল, সবুজ উপকথার
পাতা পার হয়ে
আমার ভোরের ভৈরবী
সে স্বপ্নের উষ্ণতা
দিনের প্রথম পেয়ালার
উষ্ণতায় মিশিয়ে নেয়
প্রাত্যহিক অভ্যস্হতার ফাঁকে ফাঁকে
অজান্তে সেই স্বপ্নগুলো
চোখের সামনে হেঁটে যায়
ছায়াছবির একএকটা দৃশ্যের মত
মধ্যাহ্নের খরতা যখন
শরীর মনে জ্বালা ধরায়
তখনও সেই নীল,সবুজ
কানের কাছে লড়ার মন্ত্র আওড়ায়
এত কিছু দেয়
তবু হাতের মুঠোয় ধরা দেয় না
ঠিক যেনো বরফগোলা
হাতে চেপে ধরার মত।
জিভে দাও, ঠান্ডা অনুভূতি
ছড়িয়ে যবে রন্ধ্রে রন্ধ্রে।।
হাতের মুঠোয় বাঁধো
আঙুলে র ফাঁক গলে
সব উধাও
হাত শুধু ছুঁয়ে যায়
অসীম শূন্যতা.....।।