Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনপড়ন্ত বেলায়পারমিতা সাহা২২/০৯/২০২৩
পড়ে আসা বেলায় রৌদ্র মেঘের খেলায়                 যখন এসেছিলে কাছে,মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম তোমার দৃষ্টি আশে ।
আনমনা এক দৃষ্টি মেলে ছুঁলে কিংবা নাইবা ছুঁল…

 


সৃষ্টি সাহিত্য যাপন

পড়ন্ত বেলায়

পারমিতা সাহা

২২/০৯/২০২৩


পড়ে আসা বেলায় রৌদ্র মেঘের খেলায়

                 যখন এসেছিলে কাছে,

মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম তোমার দৃষ্টি আশে ।


আনমনা এক দৃষ্টি মেলে ছুঁলে কিংবা নাইবা ছুঁলে

                      হৃদয় উঠলো ভরে,

খুশির ঢেউ খেলে গেল সারাটি শরীর জুড়ে।


ফিরতি পথের বাঁকে মন জলছবি যে আঁকে

                  মিলিয়ে মনের সুধা ,

চায় সে যেতে কাছে ঝেড়ে সকল দ্বিধা।


তবুও দিনের শেষে বাস্তবতা এসে

                দেয় যে আমায় বাধা ,

বিফলে গেল শুধু মিলন সুর সাধা ।


হৃদয় বীণার মাঝে গোপন সুরে বাজে

                  একটি করুণ সুর,

হয়না কাছে যাওয়া দূর যে হয় সুদূর।।