৮\১০\২০২৩*ধ্যানের চুম্বনে স্থির এক সময়ের সারি*
অসীম দাস
আমার একান্ত অনুভবের বীজ তোমাদের সম্মতি পেয়েই এক মাঠ ভাট হয়ে ফোটে ।নির্বাচিত শব্দমন্ডলীর সভাভাবনার অনুবাদে অনুমতি দিলেকবিতার হাট বসে তোমাদেরই বিস্তীর্ণ মনের মা…
৮\১০\২০২৩
*ধ্যানের চুম্বনে স্থির এক সময়ের সারি*
অসীম দাস
আমার একান্ত অনুভবের বীজ
তোমাদের সম্মতি পেয়েই
এক মাঠ ভাট হয়ে ফোটে ।
নির্বাচিত শব্দমন্ডলীর সভা
ভাবনার অনুবাদে অনুমতি দিলে
কবিতার হাট বসে
তোমাদেরই বিস্তীর্ণ মনের মাদুরে ।
হয়তো কবিতা নয় , অসফল সেতুর কংক্রীট
অর্বাচীন পাগলের ধ্যানের চুম্বনে আঁকা
সৃজনের স্থির এক সময়ের সারি ।
না পাক কবিতা কুহু বসন্তের বনে
কিংবা উচ্চ মঞ্চে শংসার ঘ্রাণ ,
আজীবন অক্ষরের বীজতলা একাই বুনেছি
তোমাদের মনে মনে ঘুরে
মালিনীর মেঘ হয়ে গেছি ।
এ আনন্দ অঞ্চলের বিস্মিত বাসিন্দা আমি ।
এই কি কম পাওয়া হলো ?
এই কি কম জানা বলো !