Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা লেখনী সন্মাননা বিষয় - কবিতাকলমে - পবিত্র প্রসাদ গুহশিরোনাম - কমলা আলোয় নদীতারিখ - ০৯/১০/২০২৩
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●                 কমলা আলোয় নদী●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
কমলা গোধূলির ছায়া ভেসে ওঠে নরম মুখের নদীতে…


 দৈনিক সেরা লেখনী সন্মাননা 

বিষয় - কবিতা

কলমে - পবিত্র প্রসাদ গুহ

শিরোনাম - কমলা আলোয় নদী

তারিখ - ০৯/১০/২০২৩


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

                 কমলা আলোয় নদী

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●


কমলা গোধূলির ছায়া ভেসে ওঠে নরম মুখের নদীতে,

স্মিত হাসির মিঠে স্রোতে চকচক করে কমলা আভা -

হাসিটা যেন কতইনা মায়ার চাদরে মোড়া,

ক্ষণে ক্ষণে ঝাউয়ের ঝিরি ঝিরি পাতার বাতাসি পলকে মাখা চাঁদের সম্মোহনী আলোক নরম মুখের নদীকে প্রেমের বার্তা প্রেরণ করে,

চুমু খায় নরম মুখে গালে,

ওপারে তখন যৌবনা তৃষিত নদী গ্রাস করেছে কচি সবুজ ঘাসের বিস্তীর্ণ দেহজ সৌষ্ঠব,

কিয়দংশ অকুতোভয়ে সাজিয়ে রেখেছে জীবনের শেষ সম্বল,

নরম মুখের নদীর মায়াবী হাসি অবলোকনে দূর হয় ওপারের সকল দুঃখ কষ্টের ছেঁড়া পাতার ফ্যাকাশে সংকলন,

আকন্ঠ নীল প্রেমের জোয়ারে তখন যৌবনা নদী পরিপুষ্ট, উদ্দীপ্ত 

কমলা আলোকের গোধূলির ছায়া সুনিবিড় বালুকা শোভায উন্মত্ত প্রায়,

ঝিলমিল ঢঙে মাখামাখি করে নদী তীরে -

অনন্য, অন্তরঙ্গ, অনাবিল সেই খেলা।


●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●

কলমে ✍️, পবিত্র প্রসাদ গুহ

প্রকাশকাল : ২১/০৯/২০২৩

স্বত্ব সংরক্ষিত 

●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●