Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাশিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সেরা-লেখনী-সম্মাননা

♦জুইফুলের গন্ধে♦মোহাম্মদ জাহিদ হোসেনফ্রিল্যান্স সাংবাদিক ও কলাম লেখক।তারিখঃ ১০-১০-২০২৩**********************
সেদিন ছিল শ্রাবন দিনের এক বাদল সন্ধ্যা,উড়ছিল আমার গোলাপি শাড়ীর আঁচল মেঘলা বাতাসে,তার এলোমেলো চুলে ঢাকা ভাবুক চোখ দুটি …


 ♦জুইফুলের গন্ধে♦

মোহাম্মদ জাহিদ হোসেন

ফ্রিল্যান্স সাংবাদিক ও কলাম লেখক।

তারিখঃ ১০-১০-২০২৩

**********************


সেদিন ছিল শ্রাবন দিনের এক বাদল সন্ধ্যা,

উড়ছিল আমার গোলাপি শাড়ীর আঁচল মেঘলা বাতাসে,

তার এলোমেলো চুলে ঢাকা ভাবুক চোখ দুটি যেন দেখছিল আমায়,

লেকের ধারে এক ভাঙা বেঞ্চে বসে আছি আমরা দুজন,

বাবু বাদাম খবেন? এসে দাঁড়াল একটি ছেলে,

সেদিন তার টিউসানির প্রথম মাইনে ছিল পকেটে,

কেনা হলো বাদাম ভাজা আর আমায় একটি জুইফুলের মালা,

শ্রাবন দিনের উতল হাওয়ায় জুইফুলের গন্ধে ঢাকা প্রেমেরছবি,

আজও আছে হৃদয়ের নিভৃতে এক মিষ্টি অনভুতি হয়ে।

হলোনা আর দেখা দুজনে শুধু একা

সাঁতরে চলেছি জীবনের এই নদী

দুজনে দুকুলে মাঝে এক অদৃশ্য সেতু

মিলনের অমোঘ বাধার প্রাচীর।

তবু মন খুজে বেড়ায় প্রথম যৌবনের

বৃষ্টি ভেজা জুইফুলের গন্ধে ঢাকা

সেই মিষ্টি প্রেমের ছবিটিকে।


লেখার ধরণঃ- গদ্য কবিতা