কবিতা - পরিতৃপ্তি কলম - পূর্নব্রত ভট্টাচার্য্য তারিখ - ১০\১০\২৩
একি পরিতৃপ্তি না অলীক সুখ নাকি উত্তেজনার অভিমুখসেই ক্ষনিকের এক অভিসার শত স্বপ্ন করছে ছারখার ।সেই মোহ মায়ার এমন টান তা ভোলায় সত্য ভোলায় জ্ঞানএই মরীচিকার মহান বান…
কবিতা - পরিতৃপ্তি
কলম - পূর্নব্রত ভট্টাচার্য্য
তারিখ - ১০\১০\২৩
একি পরিতৃপ্তি না অলীক সুখ
নাকি উত্তেজনার অভিমুখ
সেই ক্ষনিকের এক অভিসার
শত স্বপ্ন করছে ছারখার ।
সেই মোহ মায়ার এমন টান
তা ভোলায় সত্য ভোলায় জ্ঞান
এই মরীচিকার মহান বান
নষ্ট করছে কতই প্রাণ ।
আজ পথ ভোলা সব পথিক সবে
বিভোর তারি হাতছানিতে
চলছে জ্বলছে নামছে নিচে
অকুল সে এক অন্ধকারে ।
ক্ষনিকের সেই এক প্রলোভন
বদলে দিচ্ছে সবার জীবন
দৃষ্টিহীনের মতো তারা
ভুলে যাচ্ছে কে প্রিয়জন ।
দূর হচ্ছে কাছের মানুষ
সম্পর্কে পড়ছে টান
তবুও তারা বিভোর হয়ে
করছে তারই বিষপান ।
কি পাচ্ছে সে পরিতৃপ্তি
কিসের এমন অলীক সুখ
কেমন সে উত্তেজনা
যা বদলে দিচ্ছে অভিমুখ ।
জীবনে এই চলার পথে
আসবে অনেক হাতছানি
সেই মোহ মায়ার মরীচিকা
করবে তোমার কান ভারি ।
তাই সঠিক পথটা খুঁজে তুমি
চলো সঠিক পথে
এই মরীচিকার হাতছানি
যেন পায়না তোমায় ছুঁতে ।