Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে উপযুক্ত পদক্ষেপ গ্রহণসহ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন দাবীতে তমলুকে বিক্ষোভ

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকপূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ ডিঙ্গু আক্রমণ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, তমলুক জেলা হাসপাতাল এবং জেলার সমস্ত সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জেলার বন্যা ও জলবন্দী …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ ডিঙ্গু আক্রমণ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, তমলুক জেলা হাসপাতাল এবং জেলার সমস্ত সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জেলার বন্যা ও জলবন্দী পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের তৎপরতা সহ ১১দফা দাবি নিয়ে বৃহস্পতিবার সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলার মুখ্য স্বাস্থ্য  আধিকারিক এর নিকট বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হল বৃহস্পতিবার। অন্যান্য দাবি গুলির মধ্যে ছিল ডেঙ্গু প্রতিরোধে স্যানিটেশন সহ কিডস ও রক্ত সরবরাহের  ব্যবস্থা, হাসপাতালে নিয়মিত প্যাথলজি এক্সরে ইসিজির ব্যবস্থা  বিভাগীয় ডাক্তারদের নির্ধারিত সময়ে উপস্থিতি, হাসপাতাল চত্বরে অসামাজিক কার্যকলাপ বন্ধসহ স্বাস্থ্য সংক্রান্ত আরো বেশ কয়েকটি দাবি রাখা হয়। সি এম ও এইচ ও  তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ দাবির সাথে সহমত পোষণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার প্রণব মাইতি এবং রমেশ গিরি ও জয়দেব ঘড়া।