বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ ডিঙ্গু আক্রমণ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, তমলুক জেলা হাসপাতাল এবং জেলার সমস্ত সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জেলার বন্যা ও জলবন্দী …
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলায় ভয়াবহ ডিঙ্গু আক্রমণ মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ, তমলুক জেলা হাসপাতাল এবং জেলার সমস্ত সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জেলার বন্যা ও জলবন্দী পরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের তৎপরতা সহ ১১দফা দাবি নিয়ে বৃহস্পতিবার সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হল বৃহস্পতিবার। অন্যান্য দাবি গুলির মধ্যে ছিল ডেঙ্গু প্রতিরোধে স্যানিটেশন সহ কিডস ও রক্ত সরবরাহের ব্যবস্থা, হাসপাতালে নিয়মিত প্যাথলজি এক্সরে ইসিজির ব্যবস্থা বিভাগীয় ডাক্তারদের নির্ধারিত সময়ে উপস্থিতি, হাসপাতাল চত্বরে অসামাজিক কার্যকলাপ বন্ধসহ স্বাস্থ্য সংক্রান্ত আরো বেশ কয়েকটি দাবি রাখা হয়। সি এম ও এইচ ও তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ দাবির সাথে সহমত পোষণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলার প্রণব মাইতি এবং রমেশ গিরি ও জয়দেব ঘড়া।