*পূর্ব মেদিনীপুর**তমলুক*তমলুক: প্রায়শই ঘটে থাকে দুর্ঘটনা। দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং পথ নিরাপত্তা বাড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্যদিয়ে সারাবছর সচেতনতার প্রচার হলেও পুজোর সময় পুজো দেখতে আসা মানুষদের সচেতন করতে এবং হেলমেট…
*পূর্ব মেদিনীপুর*
*তমলুক*
তমলুক: প্রায়শই ঘটে থাকে দুর্ঘটনা। দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং পথ নিরাপত্তা বাড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্যদিয়ে সারাবছর সচেতনতার প্রচার হলেও পুজোর সময় পুজো দেখতে আসা মানুষদের সচেতন করতে এবং হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট তুলে দিলেন জেলা পুলিশ।
তমলুকের এসডিপিও সাকিব আহমেদ সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন তমলুক হাসপাতাল মোড়ে। পুজোর সময় বহু মানুষ রাস্তায় চলাফেরা করে থাকেন, তাদের নিরাপত্তার কথা ভেবে ট্রাফিক নিয়ম, হেলমেট পরে গাড়ি চালানোর বার্তা জেলা জুড়ে কর্মসূচি নেওয়া হয়েছে। সাথে সাথে তমলুক থানা, ট্রাফিক বিভাগের উদ্যোগে তমলুকে ট্রাফিক আইন মেনে চলার বার্তার পাশাপাশি হেলমেট বিহীন বাইক চালকদের তুলে দেওয়া হলো হেলমেট। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এই উদ্যোগ।