*পূর্ব মেদিনীপুর**তমলুক*
*মহাষষ্ঠীতে পূজোর উদ্বোধনে তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। এক হাজার মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।*মহাষষ্ঠীর বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ওয়ান হাটেড ক্লাবের পুজো উদ্বোধন করল…
*পূর্ব মেদিনীপুর*
*তমলুক*
*মহাষষ্ঠীতে পূজোর উদ্বোধনে তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র। এক হাজার মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।*
মহাষষ্ঠীর বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে ওয়ান হাটেড ক্লাবের পুজো উদ্বোধন করলেন তমলুকের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। ওয়ান হাটেড ক্লাবের এবছর তারা ৪৪ তম বর্ষে পদার্পণ করলেন। প্যান্ডেলের থিম করা হয়েছে আগমনীর বার্তা, সাবেকি প্রতিমা। ষষ্ঠীর বিকেলে তমলুক শহর এলাকায় প্রায় এক হাজার দুঃস্থ মহিলাদের শাড়ি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, স্থানীয় কাউন্সিলর তথা ওয়ান হাটেড ক্লাবের সভাপতি বিমল কুমার ভৌমিক সহ ক্লাব সদস্যরা।