পূর্ব মেদিনীপুরতমলুকবৃষ্টি থামলেও শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি আজও জলের তলায়। অফিসের মধ্যে জল থই থই। নাজেহাল সাধারণ মানুষ।গত সপ্তাহে নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টির ফলে জল জমে ছিল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী …
পূর্ব মেদিনীপুর
তমলুক
বৃষ্টি থামলেও শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি আজও জলের তলায়। অফিসের মধ্যে জল থই থই। নাজেহাল সাধারণ মানুষ।
গত সপ্তাহে নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টির ফলে জল জমে ছিল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কার্যালয়ে চত্বরে। শহীদ মাতঙ্গিনী ব্লকের একাধিক এলাকায় জল নিকাশি ব্যবস্থা না থাকায়। যদিও কিছু কিছু এলাকায় জলনিকাসির ব্যবস্থা রয়েছে সেগুলি কার্যত বন্ধ রয়েছে। বেশ কয়েক বছর আগে প্রবল বর্ষণে শহীদ মাতঙ্গিনী ব্লক অফিসে ভেতরে জল ঢুকে যায়। তারপর থেকে সেভাবে অফিসের ভেতরে জল ঢুকে দেখা যায়নি। কিন্তু এবছর যেভাবে বৃষ্টি হয়েছে তাতে করে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির অফিসের গেটের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে জলে ডুবে রয়েছে এলাকা। বিডি অফিসের ভেতরে ঢুকলে দেখা যায় এক হাঁটু জল পেরিয়ে সাধারণ মানুষ কাজ করছেন। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক মাইতি বলেন নিকাশি ব্যবস্থার ঠিকমতো না থাকার ফলে বেশ কয়েকদিন ধরে জল জমে রয়েছে, তবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি জল বের করে দেওয়া যায়। বিডিও অফিসে কাজ করতে আসা পান্নালাল মান্না বলেন নিকাশি ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে শহীদ মাতঙ্গিনী ব্লকে। সরকার বলছে ডেঙ্গু অনুরোধ করুন, আর এখানেই ডেঙ্গু রয়েছে। এভাবেই কি সাধারণ মানুষকে জল পেরিয়ে ব্লকে কাজ করতে যেতে হবে, কবে জল শুকাবে, প্রশাসনের নেই কোন হেল দোল।