*পূর্ব মেদিনীপুর**তমলুক*পূর্ব মেদিনীপুর: একদিনেই শহর কলকাতার পাশাপাশি জেলার পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলার ৮৩৬টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের প্রতিটি জেলার বাছাই …
*পূর্ব মেদিনীপুর*
*তমলুক*
পূর্ব মেদিনীপুর: একদিনেই শহর কলকাতার পাশাপাশি জেলার পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন
জেলার ৮৩৬টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের প্রতিটি জেলার বাছাই করা পুজো উদ্যোগতাদের পুজোর শুভ উদ্বোধন ঘটে। প্রত্যেক বছর কলকাতার একাধিক মণ্ডপে ঘুরে ঘুরে দুর্গাপুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তবে এবার কলকাতার দুর্গাপুজোর সাথে সাথে জেলার পুজো মন্ডপ উদ্বোধন করেন তিনি।
এদিন রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ৩১ টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার থানা এলাকার একটি করে মন্ডপের শুভ উদ্বোধন ঘটে। মহিষাদল, নন্দকুমারের পাশাপাশি তমলুকের পুজোর উদ্বোধন ঘটে। তমলুকে রাজ ময়দানে আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটিরর পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক তানবীর আফজল, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র, তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায় সহ অন্যান্যরা। ভার্চুয়ালি উদ্বোধন করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেন মন্ডপে প্রদীপ প্রজনন মহালয়ার দিন করতে।