অরুণ কুমার সাউ, তমলুক: আজ 'হিজলী টাইডাল ক্যানেল' পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর খেজুরী আগমনের "১২৭তম বর্ষ উদযাপন" অনুষ্ঠান হল খেজুরীর ইড়িঞ্চিতে, অবসারিকা-র আম্রকুঞ্জে। রবিঠাকুর তাঁর পদ্মাবোটে এই ক্যানেল পথে…
অরুণ কুমার সাউ, তমলুক: আজ 'হিজলী টাইডাল ক্যানেল' পথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর খেজুরী আগমনের "১২৭তম বর্ষ উদযাপন" অনুষ্ঠান হল খেজুরীর ইড়িঞ্চিতে, অবসারিকা-র আম্রকুঞ্জে। রবিঠাকুর তাঁর পদ্মাবোটে এই ক্যানেল পথে ওড়িশা গিয়েছিলেন ১৮৯৭ সালের ২১শে অক্টোবর। সেই দিনটির স্মরণে বিশ্বকবির জীবন নিয়ে আলোচকগণ আলোচনা করেন। আজকের এই আলোচনা ও সাহিত্যসভায় সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন প্রধান শিক্ষক রবীন্দ্র গবেষক ড. প্রবালকান্তি হাজরা। অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন; কবি অজিত জানা, ড. বিষ্ণুপদ জানা, বিমান কুমার নায়ক, নমিতা নায়ক, সমরেশ সুবোধ পড়িয়া, অনিলকুমার সাহু, অশোককুমার গিরি, কেশবচন্দ্র প্রধান, ধৃতিরূপা ত্রিপাঠি, মধুমিতা গিরি, ধীরেন্দ্রনাথ প্রধান, সেক আসমত, সুব্রত মন্ডল, জ্যোতির্ময় বারিক, সায়ন্তন দাস, প্রমুখ বিশিষ্টজনেরা।
আজকের এই ঘরোয়া অনুষ্ঠানে আলোচনা, আবৃত্তি, কবিতাপাঠ এবং সঙ্গীত পরিবেশিত হয়৷ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমরেশ সুবোধ পড়িয়া৷ অনুষ্ঠানের সাফল্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দৈনিক মেঠোপথ এর কর্ণধার আহ্বায়ক বিষ্ণুপদ জানা৷