নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম...... শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক শাখা ও ঝাড়গ্রাম হাসপাতাল ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় বিশ্ব এইডস্ উপলক্ষ্যে শুক্রবার …
নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম...... শিলদা চন্দ্রশেখর কলেজের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক শাখা ও ঝাড়গ্রাম হাসপাতাল ব্লাড ব্যাংক-এর সহযোগিতায় বিশ্ব এইডস্ উপলক্ষ্যে শুক্রবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবির ঘিরে কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে।
এই শিবিরে ৬১ জন ছাত্রী সহ মোট ১০২ জন রক্তদাতা রক্তদান করেন। কয়েক জন শিক্ষক-শিক্ষিকাও শিক্ষাকর্মী এবং একজন উভলিঙ্গ শিক্ষার্থীও এদিনের শিবিরে রক্তদান করেন। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড.সুশান্ত কুমার দোলাই, উপাধ্যক্ষ ড.সুজাতা তেওয়ারি, প্রধান অতিথি রক্তদান আন্দোলনের কর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, কলেজের এন এস এস এর দুই প্রোগ্রাম অফিসার অধ্যাপক ড.সুশান্ত দে,অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী সহ কলেজের অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ।উপস্থিত বিশিষ্ট জনেরা ছাত্র- ছাত্রীদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানোর পাশাপাশি মারণব্যাধি এইডস্ প্রতিরোধে সচেতনতার বার্তা দেন। অন্যান্যদের সহযোগিতায় গোটা শিবিরটি সুচারুভাবে সঞ্চালনা করার পাশাপাশি শিবির শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড.সুশান্ত দে।
উল্লেখ্য বিগত বেশ কয়েক বছর ধরেই শিলদা কলেজে এইডস দিবস উপলক্ষ্যে রক্তদান শিবির আয়োজিত হয়ে আসছে। পাশাপাশি এই শিবিরকে সফল করে তোলার লক্ষ্যে রক্তদাতাদের উৎসাহিত করতে গত মঙ্গলবার কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছিল 'রক্তাদাতা উদ্বুদ্ধকরণ শিবির'।