Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবিটিএ চন্দ্রকোনা রোড় আঞ্চলিক শাখার উদ্যোগে বিনামূল্যে মাধ্যমিক টেষ্টে পেপার্স বিতরণ

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনারোড়..... নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার উদ্যোগে শনিবার আটটি বিদ্যালয়ের বাছাই করা চল্লিশ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের হতে এবিটিএ প্র…

 


নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনারোড়..... নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার উদ্যোগে শনিবার আটটি বিদ্যালয়ের বাছাই করা চল্লিশ জন মাধ্যমিক পরীক্ষার্থীদের হতে এবিটিএ প্রকাশিত টেষ্ট পেপার্স তুলে দেওয়া হয় এবং মিষ্টি মুখ করানো হয়।

চন্দ্রকোণা রোড হাইস্কুলে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখার সভাপতি স্বপন মন্ডল, সম্পাদক উত্তম মান্না, কোষাধ্যক্ষ ভাস্কর চন্দ্র মন্ডল, সহ-সম্পাদক জাকির হোসেন খান ও জয়ন্ত মারিক, মহকুমা নেত্রী শ্রাবনী মিশ্র, শিক্ষিকা সবিতা ঘোড়ই, মানস মাইতি, সুব্রত ব্যানার্জী, কবি ও সাহিত্যিক অপূর্ব ব্যানার্জী প্রমুখ এবং এলাকার অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে মৌপর্না লেট ৷

উল্লেখ্য বিগত প্রায় নয় দশক ধরে মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের বিশ্বস্ত সঙ্গী এবিটিএ টেষ্ট পেপার্স।