কলঙ্কিত রাত( ভোপাল গ্যাস ট্রাজেডি )
কলমে.. মিঠু ভট্টাচাৰ্য
নৃশংস সেই মুখটি কন্যার ঝলসানো রক্তাক্ত,Disaster girl in Bhoppal treagedy r চিত্র টি কু- বিখ্যাত.। 😭 Union carbide India ltd এর মধ্যরাতের বিষ, মিথাইল আইসো সানেট গ্যাস ছড়ায়…
কলঙ্কিত রাত
( ভোপাল গ্যাস ট্রাজেডি )
কলমে.. মিঠু ভট্টাচাৰ্য
নৃশংস সেই মুখটি কন্যার ঝলসানো রক্তাক্ত,
Disaster girl in Bhoppal treagedy r চিত্র টি কু- বিখ্যাত.। 😭
Union carbide India ltd এর মধ্যরাতের বিষ,
মিথাইল আইসো সানেট গ্যাস ছড়ায় অহর্নিশ। 🙄
ঘুমন্ত সেই নিরপরাধ দুঃখী মানুষ গুলি,
আজও পায়নি ক্ষতিপূরণ অন্যের অপরাধের বলি। 🥵
CEO Warren Audence পালায় সেযে ভারত ছেড়ে,
আজও তার হয়নি বিচার, করেনি ভারত সরকারে।🙄
বিষাক্ত নদী, বিষাক্ত মাটি বিষাক্ত হয় বাতাস,
শ্বাস রোধে মৃত্য কত শত সর্বনাশ। 😭
মধ্যরাতে হাহাকার মৃত্যুর স্তুপ রাস্তা ঘাটে,
শহর জোড়া কবর কফিন লাশ বিপদ সংকটে।
হাজার হাজার কান্নার রোল শুনতে পাওয়া যায়,
অন্ধত্ব, পঙ্গুত্ব, আজও বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। 😭
নদী শুকায় মাটিতে বিষ গায়না পাখি গান,
খাদ্য সংকট,জল সংকট একি শিল্প বিপর্যয়। 🙄
আজও মানুষ সেই শহরে রুগ্ন ব্যাধিতে জর্জর,
মৃত্যুর হাহাকার একি মানব সভ্যতা বর্বর। 😭
কত হাজার মানুষ মরলে বলবে তুমি শেষে,
মানুষের ভুলে মানুষ মরছে শকুন অট্টহাসে। 🙄
সেই শিশুটি disaster girl পিতা দেয় যে তাকে কবর,
ঈশ্বরের কাছে করবে নালিশ জেনো মানুষ প্রবর।
এখনও তোমার আছে সময় নির্দ্বিধায় মানুষ মেরোনা,
এমন tragedy আর জেনো মোরা জন্মেও দেখিনা, ঈশ্বর জন্মেও দেখিনা। 🙏
ক্ষমা করো ঈশ্বর,, যারা চলে গেলো যারা বিকলাঙ্গ হলো,, ঈশ্বর তাঁদের দেখো। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏