Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গ্রামীণ ডাক সেবক কর্মীরা বছরের পর বছর বঞ্চিত, ধর্মঘটের পথে যাওয়ার সিদ্ধান্ত সাধারণ সভা থেকে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুকন্যাশনাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাক সেবক, ন্যাশনাল ইউনিয়ন অফ পোস্টাল এমপ্লয়িজ পোস্টম্যান ও গ্রুপ ডি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পোস্টাল এমপ্লয়িজ গ্রুপ সি এর ৩৬ তম দ্বিবার্ষিক সাধারণ সভায় বছরের পর বছর গ…



বাবলু বন্দ্যোপাধ্যায়।   তমলুক

ন্যাশনাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাক সেবক, ন্যাশনাল ইউনিয়ন অফ পোস্টাল এমপ্লয়িজ পোস্টম্যান ও গ্রুপ ডি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পোস্টাল এমপ্লয়িজ গ্রুপ সি এর ৩৬ তম দ্বিবার্ষিক সাধারণ সভায় বছরের পর বছর গ্রামীণ ডাক সেবক কর্মীরা বঞ্চনার শিকার করে দাবী করল ইউনিয়নের নেতৃত্ব অশোক দাস, বানেশ্বর মাইতি, অশোক ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব। এই বঞ্চনার প্রতিবাদে ধর্মঘটে পথে সামিল হচ্ছে বলে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া হীরারাম হাইস্কুলে সাধারণ সভা থেকে ঘোষণা করা হল। এই সাধারণ সভা থেকে গ্রামীণ ডাক সেবকদের অবসরের পর পেনশন, আট ঘন্টা কাজের দাবী, সিনিয়র হিসেবে প্রোমোশন, বছরে সবেতন ৩০ দিন ছুটি সহ বেশ কয়েকটি দাবী রাখা হয়। দাবিগুলি পূরণ না হলে তমলুক মহকুমা জুড়ে কর্মীরা আন্দোলনের পথে সামিল হচ্ছে বলে জানাল সংগঠনের নেতৃত্বরা।