বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটবেশ কয়েকদিন ধরে মেঘলা আবহাওয়া, গতকাল থেকে ঝিরঝির বৃষ্টি এবং ঝড়ো হওয়ায় চলতি আমন মরশুমে ধান তোলার কাজ চাষীদের ব্যাঘাত ঘটিয়েছে । চাষের খরচের সঙ্গে ধানের ব্যাপক ক্ষতি হবে বলেও আশঙ্কা করা হচ্ছে এই…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
বেশ কয়েকদিন ধরে মেঘলা আবহাওয়া, গতকাল থেকে ঝিরঝির বৃষ্টি এবং ঝড়ো হওয়ায় চলতি আমন মরশুমে ধান তোলার কাজ চাষীদের ব্যাঘাত ঘটিয়েছে । চাষের খরচের সঙ্গে ধানের ব্যাপক ক্ষতি হবে বলেও আশঙ্কা করা হচ্ছে এই বৃষ্টি। শুধু ধান নয় আলু সবজি থেকে শুরু করে ফুলের ব্যাপক নষ্টের সম্মুখীন। আলু লাগানোর সময় এই বৃষ্টি আগামী দিনের ফলন উৎপাদনের ক্ষেত্রে ব্যাহত হবে বলেই মনে করছে চাষিরা। অন্যদিকে ফুলের ক্ষেত্রে পাপড়িতে জল ঢুকে গিয়ে পাপড়ি পচে গিয়ে নষ্ট হবে ফুল। পাঁশকুড়ার ফুলচাষী গণেশ মাইতি বলেন এক বিঘা জমিতে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করেছিলাম এই বৃষ্টিতে জল ঢুকে পাবড়ি পচে যাওয়ার সম্মুখীন। এছাড়া চন্দ্রমল্লিকা উৎপাদনের ক্ষেত্রেও ব্যাহত হবে বলে তিনি জানান। সারা বাংলা ফুল চাষিও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়েক জানান এই নিম্নচাপে বিয়ের মরশুমে চন্দ্রমল্লিকা গাঁদা, দোপাটি প্রভৃতি পাবড়ি যুক্ত ফুলের ভীষণ ক্ষতি হবে। চাষিদের সাহায্যার্থে এগিয়ে আসুক সরকার এই দাবিও করেন।