Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম -" বাবার চিঠি"কলমে - মিঠু ঘোষতারিখ - ১৮-১২-২০২৩
মনে পড়ে সেই পুরোনো ডাকঘর,যেখানে ছুটে যেতাম আমি ------রোজ শুধু একটি চিঠির আশায়,বাবার চিঠি এলো বুঝি ----বাবা তখন চাকুরী সূত্রে পাঞ্জাবে থাকতেন।
ত…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম -" বাবার চিঠি"

কলমে - মিঠু ঘোষ

তারিখ - ১৮-১২-২০২৩


মনে পড়ে সেই পুরোনো ডাকঘর,

যেখানে ছুটে যেতাম আমি ------

রোজ শুধু একটি চিঠির আশায়,

বাবার চিঠি এলো বুঝি ----

বাবা তখন চাকুরী সূত্রে পাঞ্জাবে থাকতেন।


তখন মোবাইল ফোন ছিল না কারো কাছেই,

আমাদের গ্রামের বিদ্যালয়ে শুধু টেলিফোনের ব্যবস্থা ছিল,

আর আমাদের গ্রামের একটি বাড়িতে অবশ্য ছিল যেহেতু ওই বাড়ির ছেলেটি চাকুরী করতেন টেলিফোন অফিসে।


আমরা অবশ্য সবাই গ্রামের লোকেরা প্রয়োজনে সেই বাড়িতেই যেতাম,

বাবা আগে থাকতে জানিয়ে দিতেন ওদের বাড়ির লোককে কখন ফোন করবে আমরা সেই মোতাবেক ছুটে যেতাম ওখানে।

কিন্তু বাবার চিঠির সেই স্নেহ ভরা মমতা আর ভালোবাসায় লেখা কলমের ছোঁয়া যেন কোথাও পাইনা,

শাসনের সুর যেন আলাদা ছিল,

প্রত্যেক চিঠিতে শুধু ভাইকে দেখে রাখিস বলে জানাতো,

ভাই ছিল বাবার আত্মা,তাই ভাইকে রেখে বাইরে থাকতে বাবার সত্যিই কষ্ট হতো।


আজও মনে পড়ে সত্যি ওরকম যদি দিন আসতো,

চিঠি আবার পেতাম ----

বাবার লেখা সেই চিঠি গুলো আজও সযত্নে তাই তুলে রেখেছি,

যখন মনে হয় বারবার খুলে পড়ি -----

কি অসাধারণ হাতের লেখা অনেক চেষ্টা করেছি বাবার মতন লিখতে কিন্তু পারিনি।

যত বার চিঠি গুলি পড়ি দুচোখ জলে ভরে আসে চশমা যেন ঝাপসা হয়ে যায়,

স্মৃতির পাতায় আজ চিঠি যেন বড় পাওনা বলেই মনে হয়।