বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকপূর্ব মেদিনীপুর জেলার ময়নার রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে দশম শতকে। এক হাজার বছর আগে ধর্মমঙ্গলের লাউ সেন এই রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক এই রাজবাড়ীকে নিয়ে বিশেষ ডাক টিকিট প্রকাশের চিন্তাভাবনা করে…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
পূর্ব মেদিনীপুর জেলার ময়নার রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়েছে দশম শতকে। এক হাজার বছর আগে ধর্মমঙ্গলের লাউ সেন এই রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক এই রাজবাড়ীকে নিয়ে বিশেষ ডাক টিকিট প্রকাশের চিন্তাভাবনা করে ভারতীয় ডাক বিভাগের তমলুক ডিভিশনাল সুপারিনটেনডেন্ট অসিত কুমার মহান্তি। বৃহস্পতিবার ডাক বিভাগের উদ্যোগে ডাকটিকিট এবং খাম প্রকাশ করা হল। ময়নার রাজ পরিবারের স্মৃতি বিজড়িত ডাক টিকিট ও খামের উদ্বোধন করেন দক্ষিণবঙ্গ বিভাগের পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশী শালিনী কুজুর। উপস্থিত ছিলেন বিজ্ঞানী কাঞ্চন কুমার ভৌমিক, অধ্যাপক প্রণব সাহু, শিক্ষানুরাগী সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, অশোকানন্দ বাহুবলীন্দ্র, মৌমিতা বাহুবলীন্দ্র, ভাগ্যধর দাস, ক্ষুদিরাম মুর্মু, সঞ্জীব আচার্য, সুকুমার মাইতি প্রমূখ।