নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর.... বুধবার খড়্গপুর মহকুমার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিমপুরা আর্য্য বিদ্যাপীঠের ৬২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো যথাযোগ্য মর্যাদায়।প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো প্রতিষ্ঠাতাদের এবং …
নিজস্ব সংবাদদাতা, খড়্গপুর.... বুধবার খড়্গপুর মহকুমার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিমপুরা আর্য্য বিদ্যাপীঠের ৬২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো যথাযোগ্য মর্যাদায়।প্রতিষ্ঠা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো প্রতিষ্ঠাতাদের এবং তাঁদের শ্রদ্ধা জানান হলো মর্যাদা সহকারে।জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়।বিদ্যালয় চত্বরে অবস্থিত স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজী,বিদ্যাসাগর , ড.সর্বপল্লী রাধাকৃষ্ণান, মাতঙ্গিনী হাজরা, ভগিনী নিবেদিতা ও বেগম রোকেয়ার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন প্রধান শিক্ষক চন্ডীচরণ ত্রিপাঠী পরিচালন সমিতির সদস্যবৃন্দ ,রুবি হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শমীক সান্যাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ পরিচয় বেরা, জেনারেল ম্যানেজার অপারেশন অনন্যা মিত্র,সহকারী মার্কেটিং ম্যানেজার অমিতাভ দাস এবং বরিষ্ঠ সেবিকা প্রিয়াঙ্কা দাস প্রমুগ। সূচনা পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ড.কৌশিক কুমার মাজি। মহাশয়।এরপর বিশেষজ্ঞ চিকিৎসকগণ ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।স্বাস্থ্য পরীক্ষা শিবির ঘিরে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্ডীচরণ ত্রিপাঠী সহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ শমীক সান্যাল, অনন্যা মিত্র,পরিচালন সমিতির সদস্য শান্তনু দাস, পরিচালন সমিতির সদস্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অসীম চক্রবর্তী।সবশেষে প্রধান শিক্ষকের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি হয়।এই উপলক্ষ্যে রঙীন আলোকমালায় সেজে উঠেছে গোটা বিদ্যালয় প্রাঙ্গন।