Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে ছাত্রী গৃহবধূ চাকরিজীবী মিলিয়ে শতাধিক মহিলা যোগদান করলেন ক্যান্সার রোগীদের জন্য চুলদান করে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাটক্যান্সার পেশেন্টদের চিকিৎসার কেমোথেরাপি চলাকালীন প্রতিক্রিয়া স্বরূপ তাদের অনেক ক্ষেত্রেই মাথার চুল উঠে যায়। পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই ঘন কালো কেশ রূপচর্চার সৌন্দর্যের অন্যতম অংশ। সেই চুল হার…



বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট

ক্যান্সার পেশেন্টদের চিকিৎসার কেমোথেরাপি চলাকালীন প্রতিক্রিয়া স্বরূপ তাদের অনেক ক্ষেত্রেই মাথার চুল উঠে যায়। পুরুষ বা মহিলা সবার ক্ষেত্রেই ঘন কালো কেশ রূপচর্চার সৌন্দর্যের অন্যতম অংশ। সেই চুল হারানোর পর যে কোন মানুষই স্বাভাবিকভাবেই হীনমন্যতায় ভুগেন। একরাশ হতাশা গ্রাস করে। এবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট হাইস্কুল প্রাঙ্গণে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সংকেতের উদ্যোগে শতাধিক মহিলা মাথার চুল দান করে ক্যান্সার পেসেন্টের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন। ক্যাম্পে মহিলাদের আগ্রহ ছিল নজরে পড়ার মত। গৃহবধূ শিক্ষিকা থেকে চাকরিজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ী মিলিয়ে সমাজের বিভিন্ন স্তরের ১০২ জন মহিলা এদিন চুলদান করল। রাক্সাচক গ্রামের যুবক উদয় সামন্ত শুধুমাত্র এই কর্মসূচিতে তার চুল দান করবেন বলে ছয় বছর ধরে মাথার চুল অতি যত্নে বড় করে কর্মসূচিতে অংশ নিল। থ্যালাসেমিয়া আক্রান্ত বরিশা গ্রামের দিপালী মান্না  চুল দান করে জানালেন ৩০ বছর ধরে সহৃদয় মানুষের সাহায্যে বেঁচে আছি, আমি এই মর্ম প্রতি মুহূর্তে অনুভব করি। এই চেতনা থেকেই আজ আমি শামিল হলাম। চুল দিতে কোলাঘাটের সাহাপুর গ্রামের গৃহবধূ তনুশ্রী সামন্ত এদিন তার যত্নে লালিত মাথার চুলের কিছু অংশ দান করে বলেন এই চুল নিয়ে কারো যদি মুখে হাসি ফুটাতে পারি তা হবে আমার কাছে পরমপ্রাপ্তি। তনুশ্রী স্বামী বলেন এই মরণব্যাধি আক্রান্ত কেউ যদি এর মাধ্যমে একটু মনের জোর পায় একবার কেন বারবার আমার স্ত্রী এইসব কাজে এগিয়ে আসবে। কোলাঘাট পুরাতন বাজারে ৭০ বছর বয়সী ঊষা সাহা পেশায় সেলাই দিদিমণি, চুল দিতে পেরে গর্বিত একজন ক্যান্সার রোগীর মাথার চুল উঠে যাওয়ার  মনের কথা ভেবে। দ্বাদশ শ্রেণীর ছাত্রী রিয়া সামন্ত চুল দান করে বলেন মন খারাপ হচ্ছে না। কিছুদিন পরে তো আবার সেই চুল পেয়ে যাব। আমাকে দেখে আরো সবাই এগিয়ে আসুক এটাই আমি চাই। আয়োজক সংস্থার পক্ষে শুভঙ্কর বোস বলেন এই দান করা চুল আমরা পাঠিয়ে দিই। মুম্বাই এ ক্যান্সার পেসেন্টের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। উনারা এইসব চুল নিয়ে উইগ বানিয়ে বিনামূল্যে পেশেন্টের দান করে দেন। আমরা ইতিমধ্যে কোলাঘাটে  তিনজন ক্যান্সার আক্রান্ত মানুষের  মাথার চুল দিতে পেরে খুশি।