বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার ২০৪ পূর্ব পাঁশকুড়া বিধানসভার যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার কোলাঘাটের রবীন্দ্র ভবনে যুব মোর্চার পক্ষ থেকে সম্মেলনের ডাক দেওয়া হয়। মূল বিষয়বস্তু ছিল আগামী লোকসভা নির্বাচন…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার ২০৪ পূর্ব পাঁশকুড়া বিধানসভার যুব মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার কোলাঘাটের রবীন্দ্র ভবনে যুব মোর্চার পক্ষ থেকে সম্মেলনের ডাক দেওয়া হয়। মূল বিষয়বস্তু ছিল আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের ভূমিকা। ইতিমধ্যে বিভিন্ন স্থানে নতুন ভোটারদের নিয়ে রাজ্য নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব বিভিন্ন কর্মসূচি নিচ্ছে বিধানসভা ভিত্তিক। রবীন্দ্র ভবনে নতুন ভোটাদের বিষদ আলোচনা হওয়ার পর যুবদের নিয়ে বর্তমান সামাজিক প্রেক্ষাপট এর উপর একটি মিছিল কোলাঘাট বিডিও অফিস থেকে শুরু করে কোলাঘাটের বিবেকানন্দ মোড় পর্যন্ত সংগঠিত হয়। যুবদের কন্ঠে স্লোগান উঠে বর্তমান রাজ্য সরকারের দুর্নীতির বিভিন্ন বিষয়গুলি নিয়ে। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি সেক সাদ্দাম হোসেন, কোলাঘাট পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেতা শিবু প্রামানিক, জেলার যুব মোর্চার নেতৃত্ব রাজু সামন্ত, টিটুন চক্রবর্তী প্রমুখ ।