Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

'রোজ ডে 'তে প্রকৃতির খামখেয়ালিতে গোলাপের দাম অনেকটা কম রাজ্যের বৃহত্তম দুই ফুলবাজারে

বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাটবুধবার ছিল রোজ ডে,  গোলাপ এমন একটি ফুল যা ভালোবাসার মনকে আঁকড়ে ধরে রাখে। প্রকৃতির খামখেয়ালিতে রাজ্যের মধ্যে বৃহত্তম দুই ফুলবাজারে অর্থাৎ কোলাঘাট ও দেউলিয়াতে গোলাপের উৎপাদন ছিল অন্যান্য দিনের থে…



বাবলু বন্দ্যোপাধ্যায়।    কোলাঘাট

বুধবার ছিল রোজ ডে,  গোলাপ এমন একটি ফুল যা ভালোবাসার মনকে আঁকড়ে ধরে রাখে। প্রকৃতির খামখেয়ালিতে রাজ্যের মধ্যে বৃহত্তম দুই ফুলবাজারে অর্থাৎ কোলাঘাট ও দেউলিয়াতে গোলাপের উৎপাদন ছিল অন্যান্য দিনের থেকে অনেক বেশি। মিনি পল ভ্যারাইটি গোলাপের দাম বেশ কম। তবে ডাচ গোলাপ সহ হলুদ গোলাপি সাদা কালারের গোলাপের দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি। সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন রাজ্যে ফেব্রুয়ারির প্রথম থেকে  ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে মিলে প্রায় ৫০ লক্ষ গোলাপ ফুলের চাহিদা থাকে। রোজ সপ্তাহের প্রথম দিনে মিনিপোল লাল গোলাপ বাদে বাকি সব রঙের ফুলের দাম ঊর্ধ্বমুখী। মিনি পল লাল গোলাপের কুড়ি আজ বিক্রি হয়েছে প্রতি পিস এক টাকা। হলুদ গোলাপের কুড়ি প্রতি পিস ৫ টাকা গোলাপি রঙের গোলাপের কুঁড়ি প্রতি পিস ছ টাকা সাদা রঙের গোলাপের কুঁড়ি প্রতি পিস ৭ টাকা, ম্যাটগোল্ড প্রজাতির গোলাপের কুঁড়ি প্রতি পিস সাড়ে তিন টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে ডাচ গোলাপ আজ বিক্রি হয়েছে প্রতিপিস ২৫ টাকা। মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলাতে ব্যাপক পরিমাণে গোলাপ ফুলের উৎপাদন হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এবং কোলাঘাট ব্লকের এলাকায় মিনিপোল ভ্যারাইটিজ লাল গোলাপের চাষ হয়। পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও মাদপুর ব্লক এ অনুরূপ গোলাপ ফুলের চাষ হয়ে থাকে। অন্যদিকে হাওড়া জেলার বাগনান ব্লকে ম্যাটগোল্ড প্রজাতির গোলাপ ফুল চাষ হয়। সব গোলাপ দেউলিয়া ও কোলাঘাট ব্লক এ চাষীরা নিয়ে আসে। অন্যান্য বছর যে অর্থ তারা পায় তার তুলনায় রোজ ডে তে অর্থাৎ বুধবার কিছুটা হতাশ করেছে গোলাপের উৎপাদন বৃদ্ধি থাকার জন্য। আর তার একমাত্র কারণ প্রকৃতির খামখেয়ালীতে।