Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপনারায়ণ নদে নৌকা ডুবিতে নিখোঁজদের উদ্ধার যতক্ষণ না হচ্ছে নজরদারি চালানোর সিদ্ধান্ত এক স্বেচ্ছাসেবী সংস্থার

বাবলু বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাটখরস্রোতা রূপনারায়ণ নদে একটি পিকনিক দলের নৌকা ডুবে পাঁচজন নদী গর্ভে এখনো পর্যন্ত নিখোঁজ। উদ্ধারকার্যে প্রশাসনিক উদ্যোগের সাথে কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রূপনারায়ণের বিস্তীর্ণ এল…



বাবলু বন্দ্যোপাধ্যায়।     কোলাঘাট

খরস্রোতা রূপনারায়ণ নদে একটি পিকনিক দলের নৌকা ডুবে পাঁচজন নদী গর্ভে এখনো পর্যন্ত নিখোঁজ। উদ্ধারকার্যে প্রশাসনিক উদ্যোগের সাথে কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রূপনারায়ণের বিস্তীর্ণ এলাকা জুড়ে নজরদারি এবং খানা তল্লাশির কাজ শুরু করেছে শুক্রবার সকাল থেকে। এই তল্লাশির কাজ যতক্ষণ না পর্যন্ত ওই পাঁচজন উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালানো হবে বলে জানান ওই সংস্থার কর্ণধার অসীম দাস। নদীতে দুবার জোয়ার ভাটার স্রোত বয়ে যায়। এর আগে এই নদী জনিত নিখোঁজ ঘটনায় বেশ কয়েকদিন পর প্রায় আট দশ কিলোমিটার দূর থেকে নিখোঁজ ব্যক্তিদের দেহ উদ্ধার হয়েছিল। পানিত্রাস, ছাতিন্দা, কোলাঘাট এবং তমলুক পর্যন্ত নদী তীরবর্তী এলাকার মানুষজন, দূরপাল্লার মাঝি, মোল্লা থেকে ছোট ছোট নৌকা ও বোট চালকদের উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে যদি কোন মানুষের দেহ ভেসে যেতে দেখেন সেটিকে আটকে নিকটবর্তী থানায় অথবা এই সংস্থায় খবর দেওয়ার আবেদন করা হচ্ছে ।উল্লেখ্য এর আগে বিভিন্ন সময়ে রূপনারায়ণের জলপথে দুর্ঘটনায় কোলাঘাটের এই সংস্থা উদ্ধারকার কার্যে  প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন। এখনো পর্যন্ত একজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে ঘটনার স্থান থেকে দেড় কিলোমিটার দূরে নাম সুদীপ্তা ঘোষ বয়স ৫৯। অসীম দাস আরো জানান নিজেদের উদ্যোগে দুটি নৌকা সহযোগে যতক্ষণ না সবাইকে উদ্ধার করা সম্ভব হচ্ছে তমলুক পর্যন্ত রূপনারায়ণের প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত নজরদারি ও প্রচার চালিয়ে যাওয়া হবে।