Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হল সোনাখালি ফুটবল একাদশ

বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাট১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পূর্ব মেদিনীপুর জেলার আইন সেবা সংঘ কে ট্রাইবে কারে হারিয়ে দিল সোনাখালী ফুটবল একাদশ। রবিবার ছিল খেলার শেষ দিন উত্তেজক পূর্ণ খেলায় প্রথমার্ধের ২-২  ফলাফল হ…



বাবলু বন্দ্যোপাধ্যায়।  কোলাঘাট

১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পূর্ব মেদিনীপুর জেলার আইন সেবা সংঘ কে ট্রাইবে কারে হারিয়ে দিল সোনাখালী ফুটবল একাদশ। রবিবার ছিল খেলার শেষ দিন উত্তেজক পূর্ণ খেলায় প্রথমার্ধের ২-২  ফলাফল হওয়ার পর খেলাটি ট্রাইবেকারে পৌঁছায়। ট্রাইবেকারে সোনাখালি ফুটবল একাদশ ৬-৫ গোলে রাইন অমর সেবা সংঘ কে হারিয়ে দিয়ে জয় লাভ করে। কোলাঘাট ব্লকের রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। গ্রামীণ ফুটবল খেলায় বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি বিভিন্ন দিনে খেলা প্রেমিক মানুষদের আনন্দ দেয়। শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে তপন মাইতি, দেবাশীষ সি অশোক দেয়ান, বিশিষ্ট খেলোয়াড় টুটুল মল্লিক, স্থানীয় সমাজসেবী হিমাংশু শেখর মাইতি, সাহিত্যিক সুশীল রঞ্জন মাইতি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন অশোক বন্দ্যোপাধ্যায়।